Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#681
০১) বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কী?
=> ৩০৫৩ দিন।

০২)বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি?
=> ২৭টি।

০৩) মোট উৎপাদনরত এমন গ্যাসক্ষেত্র কতটি?
=> ১৯টি

০৪) উৎপাদনরত মোট কূপের সংখ্যা কতটি?
=> ১১০টি।

০৫) রূপপুর নদীবন্দর ঘোষণা করা হয় কবে?
=> ১৭ জুলাই,২০১৮।

০৬) বর্তমানে দেশে সরকারি কলেজ কতটি?
=> ৫৯৮টি।

০৭) ঐতিহাসিক ""রোজ গার্ডেন""কোথায় অবস্থিত?
=> টিকাটুলি, ঢাকা।

০৮) পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের আসন সংখ্যা কত?
=> ৩৪২টি(সাধারণ ২৭২টি এবং সংরক্ষিত ৭০টি-নারী ৬০,অমুসলিম-১০)

০৯) ভারতের প্রথম নারী বিচারপতির নাম কী?
=> ফাতিমা বেগম।

১০) ১৪ আগস্ট ১৮ পর্যন্ত কতটি ভাষায় উইকিপিডিয়া চালু হয়েছে?
=> ৩০২টি(১০টি নিষ্কৃয়)

১১) চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছে?
=> ৩০-৩১ আগস্ট ২০১৮;নেপালের কাঠমুন্ডুতে।

১২) মোটরগাড়ি আমদানিতে শীর্ষ দেশের নাম কী?
=> যুক্তরাষ্ট্র।

১৩) মোটরগাড়ি রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী?
=> জাপান।

১৪) ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ করে?
=> সৌদি আরব(২৫৯১.৫৮ মিলিয়ন মার্কিন ডলার)

১৫) ২০১৮ সালে বন্দর সুবিধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
=> ১০০তম।

১৬) বর্তমানে মেট্রোপলিটন পুলিশ এলাকা কতটি?
=> ৮টি

১৭) BAC(Bangladesh Acrediation Council) কোন মন্ত্রণালয়ের অধিনে?
=> শিক্ষা মন্ত্রণালয়ের।

১৮) বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী'র
আরবি ভাষায় অনুবাদ করেন কে?
=> মো:দিবাজাহ (ফিলিস্তিন)

১৯) দেশে বর্তমানে নদী বন্দর কতটি?
=> ৩২টি(সর্বশেষ রূপপুর নদী বন্দর)

২০) দেশের ৩১তম নদী বন্দরেরর নাম কী ছিল?
=> দাউদ কান্দি বাউশিয়া।
(পোস্ট তৈরি রমজান)

২১) দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
=> ৪২ট(সর্বশেষ শেখ হাসিনা বিশ্ব:বি:)

২২) ৩০ জুলাই ২০১৮, কোন ব্যাংকটি ৫৮তম ব্যাংক হিসেবে তফসিলভুক্ত হয়?
=>প্রবাসী কল্যাণ ব্যাংক।

২৩) বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত (তফসিলভুক্ত) ব্যাংক কতটি?
=>৩টি।

২৪) বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত (তফসিলবহির্ভূত) ব্যাংক কতটি?
=>৪টি।

২৫) ৩ আগস্ট ২০১৮ কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
=> কলম্বিয়া।

২৬) কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
=> ইভান ডিউকি।

২৭) ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের নতুন নামকরণ কী করা হচ্ছে?
=> বাংলা।

২৮) জাতীসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন(UNCTAD) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
=> ১৯৫টি(সর্বশেষ ফিলিস্তিন)

২৯) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(IOM)
এর বর্তমান সদস্য দেশ কতটি?
=> ১৭২টি।

৩০) ২০১৯ সালে ১১তম BRICS সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
=> ব্রাজিলে।

৩১) বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী?
=>চীন

৩২) বিশ্বে আমদানিতে শীর্ষ দেশের নাম কী?
=> যুক্তরাষ্ট্র।

৩৩) কৃষিপণ্য রপ্তানাতে শীর্ষ দেশ কোনটি?
=> যুক্তরাষ্ট্র(আমদানিতে চীন)

৩৪) লোহা ও ইস্পাত রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
=> চীন ও যুক্তরাষ্ট্র।

৩৫) বস্ত্র রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ ২টির নাম কী?
=> চীন ও যুক্তরাষ্ট্র।

৩৬) বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
=> চতুর্থ।

৩৭) পোশাক রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ দুটির নাম কী?
=> চীন ও যুক্তরাষ্ট্র।

৩৮) পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
=> ২য়।

৩৯) বাংলাদেশের টেস্ট ভেন্যু কতটি?
=> ৮টি(৮ম সিলেট আন্ত:স্টেডিয়াম)

৪০) ১৪তম এশিয়াকাপ ক্রিকেট কবে শুরু হবে?
=> ১৫-২৮ সেপ্টেম্বর-২০১৮)

সংগৃহিতঃ _____রমজান_____
    Similar Topics

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]