Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5050
১.বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
-বঙ্গ।
২.গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন?
-আলাউদ্দীন হোসেন শাহ।
৩.আকবরের শাসনামলে সোনারগাঁয়ের জমিদার ছিলেন কে?
-ঈসা খাঁ।
৪.বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে?
-কাসিম খান জুয়িনী।
৫.ইন্ডিয়ান পেনাল কোড প্রনীত হয় কত সালে?
-১৮৬০ সালে।
৬.তমদ্দুন মজলিস গঠিত হয় কত সালে?
-১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
৭.৬ দফা দাবি উত্থাপিত হয় কোথায়?
-লাহোরে।
৮.বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়?
-সিলেটের মালনীছড়ায়।
৯.বর্ণালী ও শুভ্র কিসের জাত?
-ভুট্টা।
১০.বাংলাদেশের একমাত্র মৎস গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ময়মনসিংহে।
১১.বাংলাদেশে সর্বপ্রথম আদশুমারী হয় কত সালে?
-১৯৭৪ সালে।
১২.আদশুমারী পরিচালনা করে –
-বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
১৩.কোন কোন বাংলাদেশি উপজাতির পারিভাষিক কাঠামো মাতৃতান্ত্রিক?
-খাসিয়া ও গারো।
১৪.বাংলাদেশ উন্নয়ন ফোরাম এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
-বাংলাদেশ এইড গ্রুপ।
১৫.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
-সংবিধান।
১৬.বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে কতটি?
-১৫৩টি।
১৭.বাংলাদেশের সংবিধানে ভাগ রয়েছে কতটি?
-১১টি।
১৮.বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে?
-১৯৮৫ সালে।
১৯.আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
-মওলানা ভাসানী।
২০.বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  362 Views
  by Ksaddam32843
  0 Replies 
  171 Views
  by Ksaddam32843
  0 Replies 
  152 Views
  by Ksaddam32843
  0 Replies 
  137 Views
  by Ksaddam32843
  0 Replies 
  144 Views
  by Ksaddam32843

  বর্তমান বিশ্বে আলোচিত বিষয়ের নাম করোনা ভ্যাক্সিন […]

  বিশ্বের প্রথম উড়ন্ত রেস কার সম্প্রতি বিশ্বের প্র[…]

  প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন ২০১৫ সালের […]

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]