Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5027
১.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কত সালে?
– ১০ এপ্রিল ১৯৭১
২.মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন কে?
-শেখ মুজিবুর রহমান।
৩.শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কত সালে?
-১৪ ডিসেম্বর ।
৪.বাংলায় মারাঠী বা বর্গী দমনে সবচেয়ে বেশি অবদান কার?
-আলীবর্দী খানের।
৫.১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল?
-নৌকা।
৬.আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে?
-৩ জানুয়ারি ১৯৬৯ সালে।
৭.৭ মার্চের ভাষণের মূল বিষয় ছিল কতটি?
-৪টি।
৮.বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল?
-বঙ্গ
৯.বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
-সুন্দরবন।
১০.সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলার চর বিখ্যাত কিসের জন্য?
-মাছ ও শুটকির জন্য।
১১.বাংলাদেশের মৎস গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ময়মনসিংহে।
১২.বাংলাদেশে প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে কোথায়?
-চট্টগ্রামে।
১৩.স্বর্ণা সার কে আবিষ্কার করেন?
-বিজ্ঞানী ড. আবদুল খালেক।
১৪.বাংলাদেশে প্রথম রাবার বাগান করা হয় কোথায়?
-রামু, কক্সবাজার।
১৫.বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প ---
-তিস্তা সেচ প্রকল্প।
১৬.মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর কোনটি?
-টেকনাফ, কক্সবাজার।
১৭.বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশে?
-যুক্তরাষ্ট্রে।
১৮.রেমিট্যান্স অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অবস্থান কততম?
-নবম।
১৯.বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে?
-শেখ মুজিবুর রহমান।
২০.বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে আহব্বান করেন কে?
-রাষ্ট্রপতি।
২১.বাংলাদেশের ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স কত?
-১৮ বছর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5385 Views
    by rekha
    0 Replies 
    6395 Views
    by bdchakriDesk
    0 Replies 
    5637 Views
    by tumpa
    0 Replies 
    6410 Views
    by tumpa
    0 Replies 
    5149 Views
    by rekha

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]