Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5020
জনসংখ্যা
মোট জনসংখ্যা – ৭৭১.৫০ কোটি।
জনসংখ্যা বৃদ্ধির হার – ১.১%
সর্বাধিক নারী প্রতি প্রজনন হারের দেশ – নাইজার।
সবচেয়ে কম নারী প্রতি প্রজনন হারের দেশ – পর্তুগাল ও মলদোভা ।
সর্বাধিক জন্মহারের দেশ – ওমান।
কম জন্মহারের দেশ – সিরিয়া।
জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ – চীন।
জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ – ভ্যাটিকান সিটি।
শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ – আলবেনিয়া ও বেলারুশ।
জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ – মালদ্বীপ।
শহুরে জনসংখ্যা – মোনাকো, সিঙ্গাপুর, নাউরু।

ভাষা
মোট ভাষা – ৭,১১৭টি।
সর্বাধিক ভাষার দেশ – বলিভিয়া, ৩৭টি।
সর্বাধিক ভাষার দেশ – পাপুয়া নিউগিনি, ৮৪০টি।
সর্বাধিক ব্যবহৃত ভাষা – ইংরেজি।
মাতৃভাষার সংখ্যা অনুসারে সর্বাধিক ব্যবহৃত ভাষা – মান্দারিন (চীনা)।

আবহাওয়া ও জলবায়ু
বায়ুমন্ডলের স্তর – ৬টি।
বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ – ৪টি।
জলবায়ু অঞ্চল – ৪টি।

স্থান
উষ্ণতম স্থান – ফারনেস ক্রিক র‌্যাঞ্চ উপত্যকা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
শীতলতম স্থান – ভোস্টোক স্টেশন, অ্যান্টার্কটিকা।
সর্বোচ্চ বিন্দু – মাউন্ট এভারেস্ট।
সর্বনিম্ন বিন্দু – স্থলভাগে -বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ জলভাগে – মারিয়ানা ট্রেঞ্চ।
সর্বাথিক বৃষ্টিপাত – মাওসিনরাম

সাগর-মহাসাগর-নদী
মহাসাগর – ৫টি।
বৃহত্তম মহাসাগর – প্রশান্ত মহাসাগর
গভীরতম সমুদ্রখাত – মারিয়ানা ট্রেঞ্চ।
গভীরতম সাগর – ক্যারিবিয়ান সাগর
বৃহত্তম সাগর – দক্ষিণ চীন সাগর
বৃহত্তম উপসাগর – মেক্সিকো উপসাগর।
দীর্ঘতম নদী – নীলনদ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]