Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5010
১.সুন্দরবনের অধিকাংশ উদ্ভিদের বায়বীয় মূল রয়েছে –
-ঊর্ধ্বমূখী ।
২.উদ্ভিদের বংশবিস্তারের উপকরণ কী?
-বীজ।
৩.মিনিপুকুরে কোন মাছটি ভালো হয়?
-সরপুটি।
৪.কমন কার্প মাছ কয় ধরনের?
-২ ধরনের।
৫.পাহাড়ি বনের প্রধান বৃক্ষ কী?
-সেগুন।
৬.অর্থনৈতিক ভিত্তিতে নার্সারি কত প্রকার?
-২ প্রকার ।
৭.বাংলাদেশের বণাঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়েছে?
-পাচভাগে।
৮.একজন মানুষের বছরে কত লিটার দুধ পান করা উচিত?
-৯০ লিটার।
৯.বাণিজ্যিক খামার স্থাপনে নূন্যতম গাভি প্রয়োজন কতটি?
-৫টি।
১০.আদর্শ পুকুরের পানির গভীরতা কত?
-০.৭৫ মিটার।
১১.খাবার সময় কোনটি বৃদ্ধি পাওয়ায় উদ্ভিদের পাতা ঝড়ার ঘটনাটি ঘটে?
-ইথিলিন।
১২.খরায় পশুপাখি রক্ষার জন্য যে ফসলের চাষ বৃদ্ধি করা যেতে পারে –
-কাঁঠাল।
১৩.উপকূলীয় এলাকায় বন্যার সময় কোথায় মাছ চাষ করা হয়?
-খাচায়।
১৪.উপকূলীয় এলাকায় বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগ কোনটি?
-জলোচ্ছ্বাস।
১৫.শুকনো পদ্ধতিতে বীজ নিষ্কাশন করা হয় –
-জারুল
১৬.একত্রে বেশি কাঠ সিজনিং করার জন্য উপযুক্ত পদ্ধতি কোনটি?
-কিলন ড্রাইং।
১৭.পানির পরিবেশ দূষণ রোধে প্রতি শতাংশে চুন দিতে হয় কত কিলোগ্রাম হারে?
-১ কিলোগ্রাম।
১৮.অ্যারেনকাইমা টিস্যুতে কোন উপাদানটি থাকে?
-অক্সিজেন।
১৯.উদ্ভিদের বেঁচে থাকার জন্য কোনটি অপরিহার্য?
-কার্বন ডাই অক্সাইড।
২০.বায়ুমন্ডলের কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষণ –
-বৃদ্ধি পায়
২১.ফসলের খরা সহ্য করণে কৌশল ব্যবহৃত হয় কতটি?
-৬টি।
২২.বেশি তাপমাত্রা সহনশীল মাছ কী কী?
-শিং, মাগুর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    538 Views
    by bdchakriDesk
    0 Replies 
    47 Views
    by bdchakriDesk
    0 Replies 
    84 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4245 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4436 Views
    by bdchakriDesk

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]