Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5007
১.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন কে?
-ড. দীনেশচন্দ্র সেন।
২.বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩.বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি?
-১০টি।
৪.বচন শব্দের অর্থ কী?
-সংখ্যার ধারণা।
৫.বাক্যের ক্ষুদ্রতম একক কী?
-শব্দ।
৬.শব্দের অর্থানুসারে বাংলা ভাষা শব্দ সমষ্টিকে কত ভাগে ভাগ করা যায়?
-তিন ভাগে।
৭.বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯১১ সালে।
৮.কাহিনী শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
-হিন্দি।
৯.এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
-স্যার উইলিয়াম জোন্স।
১০.জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
-রাখালী।
১১.বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা ছিলেন কে?
-হাজী শরীয়তুল্লাহ।
১২.বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ কোনটি?
-পুন্ড্র।
১৩.আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি?
-সোনার চর বণাঞ্চল।
১৪.বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত?
-হালিশহর, চট্টগ্রাম ।
১৫.বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে মোট জাহাজের সংখ্যা কত?
-৮টি।
১৬.জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধী কে?
-রাবাব ফাতিমা।
১৭.বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
-১০৪টি।
১৮.দেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায়?
-হাকিমপুর, দিনাজপুর।
১৯.বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমান সদস্য সংখ্যা কত জন?
-৩৫০ জন।
২০.পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
-মেসোপটেমীয় সভ্যতা।
২১.বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?
-ডেভিড ম্যালপাস।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    200 Views
    by shohag
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]