Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4991
১.জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
-১৯৪৮ সালে।
২.মিনস্ক নিচির কোন দেশের রাজধানী?
-বেলারুশ।
৩.সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়?
-ফেব্রুয়ারি ২০১৯।
৪.জাতিসংঘের সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
-১৯৮২ সালে।
৫.বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
-কাটোউইস
৬.চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
-জিবুতি
৭.পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের কোন অংশে ভারত সম্প্রতি সামরিক বিমান হামলা পরিচালনা করে?
-বালাকোট
৮.নিচের কোন দেশে ২০২২ সালের জি-২০ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
-ভারত
৯.দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে?
-অমর্ত্য সেন
১০.শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
-হাম্বানটোটা
১১.নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্তিত?
-বিমসটেক
১২.নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
-ন্যাম
১৩.জাতিসংঘ বিষয়ক আলোচনা পি ৫ বলতে কি বোঝায়?
-নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
১৪.কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
-অস্ট্রিয়া
১৫.ওইক এর কততম শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
-২ য় শীর্ষ সম্মেলন
১৬.বাংলাদেশে নব-নৈতিকতা র প্রবর্তক হলেন –
-আরজ আলী মাতুব্বর
১৭.সভ্য সমাজের মানদন্ড হলো –
-আইনের শাসন
১৮.বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয় –
-সংখ্যালঘুদের ক্ষেত্রে
১৯.মূল্যবোধ কী?
-মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
২০.জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো –
-মৌলিক স্বাধীনতার উন্নয়ন
২১.মূল্যবোধের চালিকা শক্তি কী?
-সংস্কৃতি
২২.অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
-দুর্নীতি দূর হয়
২৩.তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
-মৌলিক
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    107 Views
    by shahan
    0 Replies 
    55 Views
    by bdchakriDesk
    0 Replies 
    77 Views
    by bdchakriDesk
    0 Replies 
    518 Views
    by masum
    0 Replies 
    152 Views
    by shanta

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]