- Mon Dec 21, 2020 2:12 pm#4990
১.যন্ত্রপাতি ক্রয় কোন ধরনের কৃষি সমবায়ের অন্তর্ভুক্ত কাজ?
-কৃষি উপকরণ
২.কৃষি উৎপাদন কার্যক্রম পরিচালনা কোন ধরনের কৃষি সমবায়ের কাজ?
-কৃষি উৎপাদন।
৩.অল্প জায়গায় একসাথে অধিক চারা উৎপাদন করা যায় কোন নার্সারিতে?
-বেড নার্সারিতে।
৪.কাঠ সিজনিং এর অর্থ কী?
-কাঠের আর্দ্রতা কমানো।
৫.বাংলাদেশ বন সংরক্ষিত আইন চালু হয় কত সালে?
-১৯৯০ সালে
৬.আমাদের দেশে বনভূমির পরিমাণ কত?
-১৭ ভাগ
৭.সিসিএ এর মধ্যে ক্রোমিক অক্সাইডের পরিমাণ কত?
-৪৭.৫%
৮.আরডিভি টিকা কোন রোগ প্রতিরোধ করে?
-ককসিডিওসিস।
৯.৩২ কেজি ওজনের মর্দা ভেড়ার জন্য মাচার মেঝেতে জায়গা লাগে কত?
-০.৫৫-০.৭৫ বর্গমিটার।
১০.বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে কী বলে?
-গ্রোয়িং স্টক
১১.কোন উদ্ভিদের বীজ ২৪ ঘন্টার মধ্যে রোপণ করতে হয়?
-গর্জন।
১২.কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহার করে পাওয়া যায় কোন জাতের বাছুর?
-সংকর বাছুর।
১৩.বাছুরকে কোনটি খাওয়ানো গুরুত্বপূর্ণ?
-শাল দুধ
১৪.নতুন ব্লেড দিয়ে নাভি রজ্জু কত দূরত্বে কাটা হয়?
-নাভি থেকে ৫ সে.মি দূরে।
১৫.হাত দিয়ে দুগ্ধ দোহনের সময় গাভির কোন পাশ থেকে দোহন করা হয়?
-বাম।
১৬.সমতল ভূমির বণের পরিমাণ কত?
-১.২৩ লক্ষ হেক্টর।
১৭.ঝাউ বীজ বায়ুরোধক পাত্রে সংরক্ষণ করা হয় –
-৫-৭ মাস
১৮.সুন্দরবনের মোট আয়তন কত?
-৬,০১৭ বর্গকিলোমিটার
১৯.বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমি রয়েছে কয় জায়গায়?
-৩
২০.কোন জাতের ধানটি আমন মৌসুমে চাষ করা উচিত?
-ব্রিধান ৫৬
২১.বায়োগ্যাস তৈরিতে ব্যবহার করা হয় কী?
-গোবর
-কৃষি উপকরণ
২.কৃষি উৎপাদন কার্যক্রম পরিচালনা কোন ধরনের কৃষি সমবায়ের কাজ?
-কৃষি উৎপাদন।
৩.অল্প জায়গায় একসাথে অধিক চারা উৎপাদন করা যায় কোন নার্সারিতে?
-বেড নার্সারিতে।
৪.কাঠ সিজনিং এর অর্থ কী?
-কাঠের আর্দ্রতা কমানো।
৫.বাংলাদেশ বন সংরক্ষিত আইন চালু হয় কত সালে?
-১৯৯০ সালে
৬.আমাদের দেশে বনভূমির পরিমাণ কত?
-১৭ ভাগ
৭.সিসিএ এর মধ্যে ক্রোমিক অক্সাইডের পরিমাণ কত?
-৪৭.৫%
৮.আরডিভি টিকা কোন রোগ প্রতিরোধ করে?
-ককসিডিওসিস।
৯.৩২ কেজি ওজনের মর্দা ভেড়ার জন্য মাচার মেঝেতে জায়গা লাগে কত?
-০.৫৫-০.৭৫ বর্গমিটার।
১০.বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে কী বলে?
-গ্রোয়িং স্টক
১১.কোন উদ্ভিদের বীজ ২৪ ঘন্টার মধ্যে রোপণ করতে হয়?
-গর্জন।
১২.কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহার করে পাওয়া যায় কোন জাতের বাছুর?
-সংকর বাছুর।
১৩.বাছুরকে কোনটি খাওয়ানো গুরুত্বপূর্ণ?
-শাল দুধ
১৪.নতুন ব্লেড দিয়ে নাভি রজ্জু কত দূরত্বে কাটা হয়?
-নাভি থেকে ৫ সে.মি দূরে।
১৫.হাত দিয়ে দুগ্ধ দোহনের সময় গাভির কোন পাশ থেকে দোহন করা হয়?
-বাম।
১৬.সমতল ভূমির বণের পরিমাণ কত?
-১.২৩ লক্ষ হেক্টর।
১৭.ঝাউ বীজ বায়ুরোধক পাত্রে সংরক্ষণ করা হয় –
-৫-৭ মাস
১৮.সুন্দরবনের মোট আয়তন কত?
-৬,০১৭ বর্গকিলোমিটার
১৯.বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমি রয়েছে কয় জায়গায়?
-৩
২০.কোন জাতের ধানটি আমন মৌসুমে চাষ করা উচিত?
-ব্রিধান ৫৬
২১.বায়োগ্যাস তৈরিতে ব্যবহার করা হয় কী?
-গোবর