Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4988
১.বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি কী?
-ভাষা ও সংস্কৃতি
২.বাংলাদেশের জাতীয় প্রতীকে কোনগুলো আছে?
-ধান, পাট ও শাপলা
৩.বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারীসদস্য কে?
-বেগম রাজিয়া বেগম বানু
৪.গ্রিনল্যান্ড কোন দেশের অংশ?
-ডেনমার্ক
৫.জলবায়ুর উপাদান কী?
-সমুদ্রস্রোত
৬.হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয় –
-সেলুলার ফোন
৭.মুদ্রাস্ফীতির একটি বড় কারণ কী?
-মুদ্রার যোগান বৃদ্ধি
৮.মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র চিত্রনদীর পাড়ে পরিচালনা করেন কে?
-তানভীর মোকাম্মেল
৯.বাঙালি জাতির মুক্তির সনদ কী?
-ছয় দফা
১০.নীল অর্থনীতি মূলত যার সাথে যুক্ত –
-সমুদ্র
১১.বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত?
-২০১৬-২০২০
১২.বাংলাদেশের কোন ক্ষু্দ্র জাতিসত্তা সিলেটে বাস করে না?
-তঞ্চঙ্গ্যা
১৩.কী-বোর্ড এ ফাংশনাল কি এর সংখ্যা হলো –
-১২টি
১৪.সুশাসন ধারনাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে?
-বিশ্বব্যাংক
১৫.জেন্ডার বলতে বোঝায় নারী-পুরষের---- পার্থক্য।
-লৈঙ্গিক
১৬.ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কোন বিশ্ববিদ্যালয়ে?
-অক্সফোর্ড
১৭.২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন –
-কেন ইউলিয়ামসন
১৮.রাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?
-সাংবিধানিক আইন
১৯.ঐতিহাসিক স্থান কারবালা কোথায় অবস্থিত?
-ইরাক
২০.মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন অবস্থিত –
-সোহরাওয়ার্দী উদ্যান
২১.বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম শসস্ত্র প্রতিরোধ আন্দোলন –
-ফকির সন্ন্যাসী আন্দোলন।
২২.বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন হলো –
-১০৯
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    200 Views
    by shohag
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]