Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#674
1. সাম্প্রতি মিয়ানমারের সেনাবাহিনীরা রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অভিযান চালায় তার সাংকেতিক নাম কি ছিল?
উত্তর : ক্লিয়ারেন্স অপারেশন
2. কফি আনান কমিশন কে গঠন করেন? উত্তর : অংসান সুচি
3. লিসবন চুক্তির কত নং অনুচ্ছেদ অনুযায়ী গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা যাবে? উত্তর : ৫০ নং
4. চীনের কোন শহর পর্যন্ত বাংলাদেশের ট্রানজিট রুট হবে? উত্তর : কুনমিং
5. সাম্প্রতি পানামা কেলেংকারিতে জড়িত থাকায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ পর্যন্ত কতবার ক্ষমতাচ্যুত হয়েছেন? উত্তর : ৩ বার
6. ডোকলাম সিমান্তটি ভুটানীদের কাছে কি নামে পরিচিত? উত্তর : ডোকলাম
7. কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল স্যান্তোস ৫৩ বছর ধরে চলা দেশটির গৃহযুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেন কবে? উত্তর : ১৫ আগষ্ট ২০১৭
8. ডোনাল জন ট্রাম্প কত তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন? উত্তর : ৫৮ তম
9. ডোনাল ট্রাম্প নির্বাচনে কত % ভোট পেয়েছিলেন? উত্তর : ৪৬.১%
10. ৫ ই জুন ২০১৭ সালে মোট কতটি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে? উত্তর : ৭ টি
11. কাতারের সাথে সম্পর্ক পুনস্থাপনের জন্য সৌদিআরব কাতারকে কতটি শর্ত দিয়েছে? উত্তর : ১৩ টি
12. ২০১৭ সালের ৮ ই জুন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশ থেকে মোট কত জন অংশগ্রহণ করেছিল? উত্তর : ১০ জন
13. ২০১৭ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে টিউলিপ জাহান সিদ্দিক কোন আসন থেকে জয় লাভ করেন? উত্তর : হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ণ
14. যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী কে? উত্তর : ডমিনিক রাব
15. ভারত ও জাপান চীনের নিউ সিল্করুটের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চায়....... উত্তর : ফ্রিডম করিডোর
16. সাম্প্রতি কোন দেশ "৮ম নৌবহর" তৈরী করার ঘোষণা দিয়েছে? উত্তর : চীন
17. "তোয়েপেদং - ১ " কোন দেশের পরমানু ক্ষেপনাস্ত্রের নাম? উত্তর : উত্তর কোরিয়া
18. "পালমিরা " আই এস মুক্ত হয় কত সালে? উত্তর : ২০১৬ সালে
19. " অপারেশন ডিসার্ট স্টর্ম " কাদের অভিযানের নাম? উত্তর : সৌদিআরব
20. "টেম্পল মাউন্ট " কোথায় অবস্থিত? উত্তর : জেরুজালেম
21. আরব বসন্তের ফলে এ পর্যন্ত কত জন আরব শাসকের পতন হয়? উত্তর : ৪ জন
22. TPP এর বর্তামান নাম "TPP Minus1" এই নামের প্রস্তাবক কোন দেশ ছিল? উত্তর : জাপান
23. নরেন্দ্র দামোদারদাস মোদি ভারতের কত তম প্রধানমন্ত্রী? উত্তর) ১৪ তম
24. ইরান বিষয়ক Six Party Talks দ্বারা কি বুঝায়? উত্তর : পরমানু আলোচনা
25. সাম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদুত নির্বাচিত হয়েছেন কে? উত্তর : মাশরাফি বিন মর্তুজা
26. Interpol এর বর্তামান সদস্য দেশ কতটি? উত্তর : ১৯২ টি
27. "What Happened " গ্রন্থটির রচয়িতা কে? উত্তর : হিলারি ক্লিনটন
28. ২০১৭ সালের নোবেল পুরুস্কার বিজয়ীদের মধ্যে চলচিত্রে অভিনয়ও করেছেন কে?উত্তর : রিচার্ড এইচ থ্যালার
29. কাতালানিয়ার স্বাধীনতাকামী নেতার নাম কি? উত্তর : কার্লোস পুজদেমন
30. ১২ অক্টোবর ২০১৭ সালে কোন দেশ ইউনেস্কোর সদস্য পদ ত্যাগের ঘোষণা দেয়? উত্তর : যুক্তরাষ্ট্র
31. জাতিসংঘের পরমানু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি প্রথম অনুমোদন করে কোন দেশ? উত্তর : ভ্যাটিকানসিটি
32. পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? উত্তর : গ্রান্ড কুলি বাঁধ
33. প্রতি বছর ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয় সেই ভাষণকে কি বলা হয়? উত্তর : স্টেট ইফ দ্য ইউনিয়ন
34. সাম্প্রতি কোন ক্রিকেটারে নামে যুক্তরাষ্ট্রে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়? উত্তর : সুনীল গাভাস্কার
35. রুশ বার্তা সংস্থা-ইন্টারফ্যাক্স।
36. দোলাই' কোন নদীর পূর্বনাম : বুড়িগঙ্গা।
37. শর্ত মেনে রোহিঙ্গাদের ঋণ দেবে কোন সংস্থা?- বিশ্বব্যাংক।
38. মিয়ানমারের সেনাপ্রধানের নাম কি? - মিন অং লেইং
39. অং সান সুচি মিয়ানমারের কোন পদমর্যাদা প্রাপ্ত?- স্টেট কাউন্সিলর
40. বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থা কত?- ৮৮ তম (শীর্ষে বেলারুশ, সর্বনিন্মে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।
41. বিশ্ব কন্যাশিশু দিবস কবে?- ১১ অক্টোবর
42. ১০৭ বাল্যবিবাহ রোধ করেছে বাংলাদেশের যে কিশোরী তার নাম কি?- সাজেদা আক্তার
43. UNESCO থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ?-যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
কবে নাগাত তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে?- ২০১৮ সালে
ইউনেস্কোতে সবচেয়ে বেশি চাঁদা দেয় কোন দেশ?- যুক্তরাষ্ট্র
UNESCO এর সদর দপ্তর - ফ্রান্সের প্যারিসে
UNECO প্রধানের নাম কি?- ইরিনা বোকোভা
44. ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয়ার নেতা কিম জং উনকে কি উপাধী দিয়েছেন?- রকেট ম্যান
45. হামাসের নেতা কে?- ইসমাইল হানিয়াহ
46. কোন দেশের মধ্যস্থতায় ফাতাহ-হামাস সমঝোতা চুক্তি হচ্ছে?-মিসর
47. কানাডার প্রধানমন্ত্রীর নাম কি?- জাস্টিন ট্রুডো
48. ইসরাইলের প্রধানমন্ত্রী কে?- বেনিয়ামিন নেতানিয়াহু
49. স্পেনের প্রধানমন্ত্রী কে? - মারিয়ানো রাহয়
50. ছেলেকেও নারিবাদী হিসেবে গড়ে তুলুন, উক্তিটি কার?- জাস্টিন ট্রুডো
51. কাতালানের নেতা কে?- কার্লোস পুজেমন
52. HRW এর পুর্ণরুপ কি?-Human Right Watch
53. মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর নাম কি?- জেমস ম্যাটিস
54. অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায়' উক্তিটি কার?- মানিক বন্দ্যোপাধ্যায়
55. ১টা ডিমে কতগ্রাম প্রোটিন থাকে?- প্রায় ৬ গ্রাম
56. SWIFT নেটোয়ার্কের পূর্ণরূপ কি?- Society for Worldwide Interbank Financial Telecommunication
57. আইএমএফ এর মতে চলতি বছর দেশজ উতপাদনের মোট কত শতাংশ প্রবৃদ্ধি হবে?- ৭.১ শতাংশ
58. ঢাকার চেয়েও ৫৩ গুন বড় গর্ত পাওয়া গেছে পৃথিবীর কোথায়?- এন্টার্কটিকায়
59. আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ...২০১৯ সাল
60. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতুর নাম...ঢোলা-সাদিয়া সেতু(অবস্থান,, ভারত)
61. বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত... আগারগাঁও
62. মুক্তিযুদ্ধের সর্বচ্চো ভাস্কর্যের নাম...বীর(অবস্থিত,,,নিকুঞ্জ, ঢাকা)(ডিজাইনার,,,হাজ্জাজ কায়সার)
63. বর্তমান দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়... ৩টি
64. আই,পি,ইউ ১৩৬ তম সম্মেলন অনুষ্ঠিত হয়...ঢাকা,বাংলাদেশ
65. ২০১৭ সালের ভ্রমন ও পর্যটন প্রতিযোগিতা সূচকে শীর্ষ দেশ,,স্পেন(সর্বনিম্ন,,, ইয়েমন)
66. ফ্রান্সের ২৫তম। বর্তমান প্রেসিডেন্ট... ইমানুয়েল ম্যাখ
67. ২০১৭ সালের সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ...নরওয়ে(সর্বনিম্ন,,, উত্তর কোরিয়া) বি:দ্র; বাংলাদেশের অবস্থান ১৪৬ তম
68. জি,ডি,পির প্রবৃদ্ধির হার...৭.২৪%(কৃষিখাতের,,, ৩.৪০%)(শিল্পে ১০.৫০)(সেবা,,৬.৫০)
69. বাংলাদেশে প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয়...মহেশখালী কে
70. কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ উদ্বোধন করা হয়...৬ মে ২০২৭(দৈর্ঘ্য ৮০ কি,মি)
71. বর্তমান দেশে নদীবন্দর.... ৩০টি(সর্বশেষ,, সুনামগঞ্জ নদীবন্দর)
72. বিশ্বে সর্বাধিক বিদেশি বিনিয়োগ হয়েছে....যুক্তরাষ্ট্র
73. প্রতি হাজারে HIV আক্রান্তে শীর্ষ দেশ....সোয়াজিল্যান্ড (বাংলাদেশ,,,০.০১)
74. NATOর বর্তমান সদস্য দেশ...২৯টি(সর্বশেষ মন্টিনেগ্রো)
75. OPECএর বর্তমান সদস্য দেশ...১৪টি(সর্বশেষ,, নিরক্ষীয় গিনি
76. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট নাম...ব্র্যাক অন্বেষা (উৎক্ষেপণ,,,৪ জুন২০১৭)
77. ১ জুন ২০১৭ বাংলাদেশের প্রথম সিনিয়র সচিবের মর্যাদা লাভ করেন....ইসমাত জাহান
78. জাতীয় বাজেট২০১৭-১৮...৪৭ তম বাজেট
79. বর্তমান দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্টানের সংখ্যা..... ৩৪ টি
80. ১৩ জুলাই ২০১৭ পর্যন্ত শব্দসৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান.....২৫৩ জন(বি,দ্র: বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা স্বীকৃতি পান,,,১৮৮জন)
81. আন্তরজাতিক ক্রিকেট কাউন্সিল(ICC) এর বর্তমান সদস্য দেশ.....১০৪ টি(সহযোগি সদস্য দেশ,,,,৯২টি)
82. বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(ICC) এর পূর্ন সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ.....১২টি
83. বর্তমানে স্বল্পন্নত দেশের সংখ্যা....৪৭ টি
84. বর্তমান বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ....চীন (সর্বনিম্ন,,,, ভ্যাটিকান) বি,দ্রঃ জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে,,,,,অষ্টম,, আর জনসংখ্যায় ঘনত্বে,,,,৭ম
85. বর্তমান দেশে নৌ থানা রয়েছে...১৭টি
86. আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর বাংলাদেশস্থ কার্যালয় অবস্থিত....আগারগাও
87. জাতীয় নিরাপদ খাদ্য দিবস....২ ফেব্রুয়ারি
88. বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য...জামদানি,,,,,,দ্বিতীয়,, ইলিশ
89. The Golden House উপন্যাসের লেখক..... সালমান রুশদি
90. বর্তমানে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ......চীন। (আমদানিতে.... যুক্তরাষ্ট্র)
91. মোটরগাড়ি রপ্তানিতে শীর্ষ দেশ....জাপান (আমদানিতে,,,,যুক্তরাষ্ট্র)
92. বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ....চীন(আমদানিতে,,,, যুক্তরাষ্ট) বি:দ্রঃ বাংলাদেশের অবস্থান,,, ষষ্ঠ
93. ৩৪ তম গ্রীস্মকালিন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে....২০১৮ সালে
94. ক্রিকেট ব্যাটসম্যান আউট হতে পারে.... ৯টি উপায়
95. উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়....১৯৮২ সালে
96. দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দুত...সাকিব আল হাসান
97. বর্তমান দেশে মোট শিক্ষা বোর্ড....১১টি(স
াধারন শিক্ষা বোর্ড,,,,৯টি(নবম,,,মময়মনসিংহ)
98. আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ....১৫১টি(সর্বশেষ,,, উজবেকিস্তান)
99. The Red-Haired Woman উপন্যাসের লেখক...ওরহান পামুক
100. What Happened গ্রন্থের রচিয়তা...হিলারি ক্লিনটন
101. Hit Refresh গ্রন্থের লেখক....সত্য নাদেলা
102. বর্তমান বাংলাদেশের অর্থ সচিব....মোহাম্মদ মুসলিম চৌধুরী
103. আন্তর্জাতিক অপরাপ ট্রাইব্যুনাল এর বর্তমান চেয়ারম্যান..... বিচারপতি মো:শাহিনুর ইসলাম
104. বাংলাদেশের ধান গবেষণা ইনস্টটিউট(BRRI) এর উদ্ভাবিত মোট ধানের জাত....৮৬টি(হাইব্রিট,,,,, ৬টি)
105. Interpolএর বর্তমান সদস্য দেশ...১৯২টি(সর্বশেষ সলোমন দ্বীপপুঞ্জ
106. ১২ অক্টবর ২০১৭ UNESCO সদস্যপদ ত্যাগ করেন...যুক্তরাষ্ট্র
107. বর্তমান দেশে দারিদ্র্যের হার...২৪.৩%(সর্
বাধিক,,কুড়িগ্রাম,, সর্বনিম্ন,,, নারায়ণগঞ্জ)
108. বাংলাদেশে জনসংখা বৃদ্বির হার...১.৩৬%
109. ২ নভেম্বর ২০১৭ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের নাইটহুড উপাধি লাভ করেন...আখলাকুর রহমান চৌধুরি
110. বি,বি,এস। এর চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মাথাপিছু আয়...১.৬১০ মা,ড
111. মোট দেশজ উৎপাদন...৭.২৮%%
112. বর্তমান দেশে মোট উপজেলা...৪৯২টি(সর্বশেষ,, শায়েস্তাগঞ্জ)
113. মোট পৌরসভা.... ৩২৮টি(সর্বশেষ তাড়াশ, সিরাজগগঞ্জ
114. রেল লাইন ছাড়া বিশ্বের প্রথম স্মাট ট্রেন চালু করেছে...চীন
115. ২১ তম ফিফা বিশ্বকাপ২০১৮ অনুষ্টিত হবে...রাশিয়ায়(বল,,,টেলস্টার)
116. Least Developed Country এর ধারণার উদ্ভব ঘটে? উ: ১৯৬০ সালে
117. ১৯৭১ সালে প্রকাশিত প্রথম LDC রিপোর্টএ কতটি দেশ অন্তভূক্ত ছিল?উ: ২৪
118. .বাংলাদেশ LDC ভূক্ত হয় কোন সালে?উ: ১৯৭৫
119. কতটি দেশ LDC তালিকা থেকে বেরিয়ে এসেছে? উ: ৫ ( 2017 Equatorial Guinea, 2014 Samoa, 2011 Maldives, 2007 Cape Verde,1994 Botswana)
120. .Technology Bank স্থাপিত হচ্ছে কোথায়? উ: গেবজি, তুরস্ক
121. আন্তর্জাতিক অভিবাসী দিবস?উ: ১৮ ডিসেম্বর
122. বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীরতম রেল সুড়ঙ্গ? উ: Gotthard Base Tunnel, 57km
123. . University for Peace অবস্থিত? উ: Costa Rica
124. United Nations Children's Fund শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?উ: ১৯৬৫ সালে
125. Classical Music এর মাতৃভূমি বলা হয় কোন শহর কে?উ: ভিয়েনা, অস্ট্রিয়া।
126. . The first BRICS-BIMSTECH Outreach summit is hosted in?: Goa, India
127. মেক্সিকো - আমেরিকার সীমান্ত দৈঘ্য?উ: ৩২০১ কি.মি.
128. রোসাটম যে দেশের পারমাণবিক বিদ্যুৎ উত্পাদক প্রতিষ্ঠান? উ: রাশিয়া
129. EU- CUBA এর মধ্যে ঐতিহাসিক ‘রাজনৈতিক সংলাপ’ চুক্তি সাক্ষরিত হয়?উ: ১২ ডিসেম্বর, ২০১৬
130. আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ব্যবস্থাকে বলা হয়?উ: First Past the Post System
131. ইসরাইল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ? উ: তুরস্ক, ১৯৪৯
132. সব্যসাচী শিল্পী খেতাব দেয়া হয় - শিল্পী মুস্তফা মনোয়ারকে
133. দেশে স্মার্ট কার্ড বিতরন শুরু হয় - ২ অক্টোবর ২০১৬
134. 4G প্রথম চালু হয় - দ. কোরিয়ায়, ২০০৬ সালে
135. সর্বাধিক টাইম জোন রয়েছে - ফ্রান্সে, ১২ টি
136. বিশ্বের সবচেয়ে প্রশস্ততম ঝুলন্ত সেতুর নাম - ইয়াভুল সুলতান সেলিম, ইস্তাম্বুল, তুরস্ক, ২৬ আগষ্ট ২০১৬
137. ব্ল্যাক কোরাল মাছ পাওয়া যায় - প্রশান্ত মহাসাগরে
138. প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জকে বিশ্ব ঐহিত্য স্থান ঘোষণা করা হয় - ২০১০ সালে
139. কমনওয়েলথ জলবায়ু তহবিল গঠন করা হয় - ২০ সেপ্টেম্বর ২০১৬
140. এই জলবায়ু তহবিলে ২০২০ সালের মধ্যে তহবিল গঠন করা হবে - ১০ হাজার কোটি ডলারের
141. চীন কার্বন নিঃসরণ করে - ২৫%
142. যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ করে - ১৫%
143. প্যারিস জলবায়ু চুক্তি সম্পাদিত হয় - ১২ ডিসেম্বর ২০১৫, প্যারিস, ফ্রান্স
144. বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তিততে স্বাক্ষর করে - ২২ এপ্রিল ২০১৬ সালে
145. বর্তমানে 4G চালু রয়েছে বিশ্বের - ১৬৫ টি দেশে
146. বর্তমানে ইন্টারনেট সেবার বাইরে রয়েছে বিশ্বের - ৫৩% মানুষ
147. যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নাম অনুসারে প্রশান্ত মহাসাগরে প্রাপ্ত নতুন প্রজাতির মাছের নাম - " ওবামা " মাছ রেখেছেন বিজ্ঞানীরা
148. ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছে আ. লীগের - ২০ তম সম্মেলন
149. স্মার্ট কার্ডের জনক - রোল্যান্ড মোরেনো
150. প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয় - ৪ নভেম্বর ২০১৬ সালে
151. কমনওয়েলথ এর বর্তমান সদস্য দেশ - ৫২
152. প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশের অবস্থান - ১০৬ তম
153. বাংলাদেশে বর্তমানে বাঁশ রয়েছে -৩৩ প্রজাতির
154. বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডকে ডাকা হয় - কে নাইন
155. বর্তমানে দেশে দৈনিক পত্রিকার সংখ্যা - ৯৭৯ টি
156. পারফিউম প্রথম তৈরি হয় - ফ্রান্সের গ্রাসে
157. " শেকড় থেকে শিখরে " নামে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য নির্মিত হয়েছে - পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি নামক স্থানে ( ১৮ ফুট উচ্চতা) এই ভাস্কর্যের ভাস্কর - বিপ্লব দত্ত
158. মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি সর্ববৃহৎ গেমস - যুদ্ধ '৭১
159. বায়ু দূষনে বিশ্বে প্রতিবছর মারা যায় - ৩০ লাখ মানুষ
160. বাংলাদেশে বায়ু দূষণ জনিত দৈনিক মৃত্য ১০৩ – জনের
161. বাল্যবিবাহের দিক থেকে বিশ্বে বাংলাদেশ - ২য়, ১ম নাইজেরিয়া
162. বর্তমানে গেজেটপ্রাপ্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা - ১৮৮জন
163. বর্তমানে গেজেট প্রাপ্ত শব্দ সৈনিক মুক্তিযোদ্ধার সংখ্যার - ২৫৩জন
164. বর্তমান বিশ্বে ইলিশ উৎপাদিত হয় - ১১ টি দেশে
165. সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কে?= সায়মা ওয়াজেদ হোসেন
166. এসডিজি সূচক বাস্তবায়নে ১৫৭ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম ?=১২০ তম
167. বর্তমানে ঢাকা বিশ্বের কত তম মেগাসিটি?=৯ম ( লাস্ট আপডেট অক্টোবর , ২০১৬ অনুযায়ী)
168. বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কত শতাংশ কর্মক্ষম মানুষ রয়েছে ?= ৬৮%
169. বাংলাদেশে সবচেয়ে কোন দেশ থেকে বেশি পর্যটক আসে ?= চীন
170. বাংলাদেশের রপ্তানি আয়ের কত শতাংশ তৈরি পোশাক থেকে আসে ? = ৮০% এর বেশি
171. ২x৬৬০ মেঃওঃ মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) এ কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হবে? =সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি । সর্বশেষ ইউনেস্কোর মিটিং রামপাল বিষয়ে ১১টি সিদ্ধান্ত নেওয়া হয় এবং রামপলের পক্ষে সমর্থন দিয়েছে- ১২টি দেশ ।
172. বাংলাদেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় হবে?= সিলেট
173. সম্প্রতি মূসা ইব্রাহিম কোন পর্বত জয় করেছেন?
=মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড
174. বাংলাদেশে বর্তমানে মোট নদীবন্দর কতটি?= ৩০ টি
175. পোশাক রপ্তানিতে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান কততম?= ২য়
176. মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কততম ?= ৪র্থ ।
177. কোন বাঙালি প্রথম ক্ষুদ্র ঋন ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন?== রবীন্দ্র নাথ ঠাকুর । ।
178. ইন্ডিয়ায় যদি RAW হয় তবে মিশর আর ইরানে কী ?== মিশরের মুখবরাত আর ইরানের ভিভাক ।
179. খোররামশাহ কী?== ২২শে সেপ্টেম্বর, ২০১৭ ইরান কর্তৃক নিক্ষিপ্ত নিউক্লিয়ার ওয়্যারহেড বহনে এবং ২ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ।
180. সম্প্রতি উদ্ভাবিত 'বারি-১' কী?== উন্নত জাতের মাল্টা ।
181. কলকাতা ৭১" চলচ্চিত্রের পরিচালক কে?== মৃণাল সেন ।
182. ওআইসির বর্তমান মহাসচিব এর নাম কী ?== ইউসুফ আল ওথাইমেন ।
183. ম্যালেরিয়া জীবাণুর বিপজ্জনক সংস্করণ কে কী বলা হয় ?== সুপার ম্যালেরিয়া । সর্বপ্রথম দেখা দেয় কম্বডিয়া ।
184. অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক এর নাম কী ?== উবার ।প্রতিষ্ঠা ২০০৯ ।সদর দপ্তর -সানফ্রান্সিস্কো ।বর্তমানে ৭৪ টি দেশে চালু আছে ।দক্ষিণ এশিয়ার ৩৩ তম দেশ হিসেবে গত ২২ নভেম্বর,২০১৬ ঢাকায় সেবা দেওয়া শূরু করে উবার।বর্তমানে বিশ্বের ৬০০ টি শহরে সেবা দিচ্ছে ।
185. অং সান সু চির পদমর্যাদা কী ? == স্টেট কাউন্সিলর ।
186. ওআইসির কন্ট্রাকগ্রুপে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর সুপারিশ কয়টি ?== ৬ টি ।
187. বাংলাদেশের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষ্যমাত্রা কত? == ৮% ।
188. সম্প্রতি কোন সংস্থা বাংলাদেশকে " নিউ এশিয়ান টাইগার" হিসেবে আখ্যায়িত করে!?== ও্যার্ল্ড ইকোনোমিক ফোরাম ।বিজনেস ইন্সাইডারের প্রতিবেদনে।
189. বাংলা সাহিত্যের সায়েন্স ফিকশনের জনক কে ?
== হুমায়ূন আহমেদ । এটি সম্পুর্ণ ভুল তথ্য।
সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু।
190. একটি ধাতুর ওপর টিনের প্রলেপ দেওয়া কী বলে ?== টিন প্ল্যাটিং ।একটি ধাতুর ওপর জিংক ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে ? = গ্যালভানাইজিং । তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুর ওপর প্রলেপ দেওয়াকে বলে ইলেকট্রোপ্লেটিং।
191. সমুদ্রের পানির অন্য নাম কী? == ব্রাইন ।
192. বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছে কবে?== ২০১৪ সালে ।
193. তুলার বীজের তেলে কোন ভিটামিন থাকে? == ভিটামিন এ ।
194. বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয়তে কোন এসিড থাকে?== কার্বনিক এসিড ।
195. ২য় সাবমেরিন ক্যাবল কতটি দেশকে সংযুক্ত করেছে? == ১৪ টি দেশ ।১৯ টি স্টেশান ।
196. জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন অনুযায়ী আঞ্চলিক সমুদ্র সীমানা কত ? == ১২ নটি মেইল ।
197. আন্তর্জাতিক দূর্যোগ প্রমশন দিবস কবে ?== ১৩ অক্টোবর ।
198. বিশ্বের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে কোন দেশের ? == চিনে ।
199. "শক্তিশালী গণমাধ্যম ও গণতন্ত্র কোনো দেশে থাকলে সেখানে দুর্ভিক্ষ হতে পারে না।" কে বলেছেন ?== অর্থনীতিবিদ অমর্ত্য সেন
200. রোহিঙ্গাদের পূনর্বাসন এর ব্যবস্থা করা ভাসান চর এর আয়তন কত ?== ১৬০০০ একর

সংগ্রহে এবং সম্পাদনায়ঃ শেষ কক্ষপথের প্রোটন
উৎসঃ ফেসবুক , পত্রিকা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    508 Views
    by masum
    0 Replies 
    3251 Views
    by apple
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    146 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]