Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4977
পৃথিবীর আয়তন
পৃথিবীর বয়স – ৪৬০ কোনটি বছর
আয়তন – ৫০ কোটি ৯৫ লাভ ৫৩ হাজার বর্গ কিমি।
স্থলভাগের আয়তন – ১৪ কোটি ৮১ লাভ ৩৪ হাজার বর্গ কিমি।
জলভাগের আয়তন – ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গ কিমি
সমুদ্র এলাকার আয়তন – ৩৩ কোটি ৫২ লাভ ৫৮ হাজার বর্গ কিমি।
পানি – লবণাক্ত ৯৭% এবং স্বাদু পানি ৩%
স্থলসীমা – ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি।

পৃথিবীর আকার ও গতি
সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে – ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে – ২৩ ঘন্টা ৫৬ মিনিট
আবর্তনের গতিবেগ – ৬৬,৭০০ মাইল/ঘন্টা
ভূপৃষ্টের গঠন – অক্সিজেন ৪২.৭%, সিলিকন ২৭.৭৫ অ্যালুমিনিয়াম ৮.১%, লৌহ ৫.১%, ক্যালসিয়াম ৩.৭% সোডিয়াম ২.৮%, পটাশিয়াম ২.৫%, এবং ম্যাগনেসিয়াম ২.২%।
মেরুদেশীয় ব্যাস – ১২,৭১৪ কিমি।
নিরক্ষীয় ব্যাস – ১২,৭৫৭ কিমি ।
গড় ব্যাস – ১২,৭৩৪.৫ কিমি।
গড় পরিধি – ৪০,০০০ কিমি।
সমুদ্রের তলদেশের ভূমিরূপ – ৫টি।

সৌরজগৎ
গ্রহ – ৮টি।
ক্ষুদ্রতম গ্রহ – বৃধ
বৃহত্তম গ্রহ – বৃহস্পতি
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন – ২১ জুন
দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন – ২২ ডিসেম্বর
সর্বত্র দিনরাত্রি সমান – ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
ছোট দিন – ২২ ডিসেম্বর
পৃথিবীর একমাত্র উপগ্রহ – চাঁদ।
সূর্য থেকে গড় দূরত্ব – ১৫ কোটি কিমি
নিকটতম গ্রহ – শুক্র
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3393 Views
    by raju
    0 Replies 
    1826 Views
    by raju
    0 Replies 
    1705 Views
    by raju
    0 Replies 
    1538 Views
    by romen
    0 Replies 
    2487 Views
    by raju

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]