Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4970
১.বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?
-সিলেটের লালাখালে।
২.উপমহাদেশের জিজিয়া কর ও তীর্থকর রহিত করেন কে?
-সম্রাট আকবর।
৩.শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
-২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
৪.ছায়ানট কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কী?
-বাংলাদেশের হৃদয় হতে
৫.কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে নির্মিত হয়?
-১৯৬২ সালে।
৬.জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
-চতুর্থ।
৭.বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?
-মাগুরা।
৮.দেশের প্রথম কিশোর উন্নয়ন কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৮ সালে।
৯.বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?
-কমনওয়েলথ।
১০.সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে?
-ড. ফারজানা ইসলাম (জাবি)
১১.২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে?
-যুক্তরাষ্ট্রে।
১২.জুলিয়াস সিজার বিখ্যাত কি হিসেবে?
-রোমান সম্রাট হিসেবে।
১৩.সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা কে?
-দ্রাবিড়গণ
১৪.ভারতের প্রথম অবাঙালি রাষ্ট্রপতি ছিলেন কে?
-রাজেন্দ্র প্রসাদ
১৫.ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
-তুরস্কে
১৬.রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কবে?
-১৯১৭ সালে।
১৭.জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কার্যক্রম শুরু হয় কত সালে?
-১৯৪৮ সালে।
১৮.ইউরোপের দ্বার বলা হয় কোনটিকে?
-ভিয়েনাকে।
১৯.কোন সভ্যতা প্রথম বাটখারা ব্যবহার শুরু করে?
-সিন্ধু সভ্যতা।
২০.লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় কোথায়?
-ভারতে
২১.আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
-কায়রোতে।
২২.কানাডার কোন এলাকাটি স্বাধীনতা চায়?
-কুইবেক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]