Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4969
১.ধানক্ষেতে মাছ ও চিংড়ি চাষের কৌশল কত ধরনের?
-৩ ধরনের
২.দুগ্ধ খামারের গুরুত্বপূর্ণ সম্পদ কী?
-গাভি
৩.দেশি জাতের বাছুরের জন্মকালীন গড় আদর্শ ওজন কত কেজি?
-১৫-২০ কেজি
৪.উপকূলীয় অঞ্চলের অধিক লোনা মাটিতে জন্মে –
-গরান
৫.কোন বৃক্ষের পাতা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়?
-আকাশমনি
৬.পালংশাকে যে পোকার আক্রমণ দেখা যায় –
-উড়চুঙ্গা
৭.বোরো মৌসুমে ধানের বীজ জাগ দিয়ে রাখতে হয় কত ঘন্টা?
-৭২ ঘন্টা
৮.মাংস উৎপাদনকারী ভেড়ার খাদ্য তালিকায় ভুট্টার গুড়া থাকবে কত শতাংশ?
-৪০%
৯.পাহাড়ি বনের বৃক্ষ কোনটি?
-সেগুন
১০.পারিবারিক কৃষি খামারে মূলধন প্রয়োজন?
-কম
১১.ভেড়া পালনের জন্য বাসস্থান ব্যবহার করা হয় কয় ধরনের?
-৩ ধরনের
১২.মাধ্যম ভিত্তিক নার্সারি কত প্রকার?
-২ প্রকার
১৩.একটি নির্দিষ্ট জায়গা চারদিকে বেড়া দিয়ে যে ঘর তৈরি করা হয় তাকে কী বলে?
-উন্মুক্ত ঘর
১৪.বাচ্চা জৎহাস পালনের জন্য উপযোগী পদ্ধতি কী?
-আবদ্ধ পদ্ধতি।
১৫.আমন মৌসুমে রোপণের জন্য চারার বয়স হবে কত?
-২৫-৩০ দিন।
১৬.ব্যাটারি পদ্ধতিতে প্রতিটি হাসের জন্য জায়গার প্রয়োজন হয় কত বর্গমিটার?
-০.০৭ বর্গমিটার।
১৭.আংশিক শক্ত কাঠ প্রদায়ী প্রজাতি কোনটি?
-হরীতকী
১৮.ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষের নাম কী?
-সুন্দনী
১৯.পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায়কে কত শ্র্রেনীতে ভাগ করা হয়?
-৪।
২০.কোন পোকা ভাইরাস রোগ ছড়ায়?
-জাব।
২১.ইলিশ ধরা নিষেধ –
-আশ্বিন মাসে
২২.ফসলের দাম কমে যাবার কারন কী?
-বাম্পার ফলন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    531 Views
    by bdchakriDesk
    0 Replies 
    20 Views
    by bdchakriDesk
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]