Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4968
১.আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
-১৪৯৮-১৫১৯ খ্রিষ্টাব্দ
২.প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
-চন্দ্রগুপ্ত মৌর্য।
৩.ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা?
-পর্তুগিজরা।
৪.১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল?
-সোভিয়েত ইউনিয়ন।
৫.বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভূক্ত করা হয়েছে?
-পঞ্চম তফসিল
৬.বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
-লর্ড কার্জন
৭.বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
-ভাওয়াল ও মধুপুরের বনভূমি
৮.বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
-ফরিদপুর
৯.গারো উপজাতি কোন জেলায় বাস করে?
-ময়মনসিংহ
১০.বাংলাদেশে প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় –
-১৯৭৪ সালে।
১১.২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
-৪১ বিলিয়ন মার্কিণ ডলার
১২.২০১৮ সালে বাংলাদেশের জিডিপি তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?
-৩৩.৬৬%
১৩.বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় –
-১৯৯১ সালে
১৪.স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
-সপ্তম
১৫.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –
-১৬ ডিসেম্বর ১৯৭২
১৬.আওয়ামী লীগের ৬ দফা পেশ করা হয়েছিল –
-১৯৬৬ সালে।
১৭.বঙ্গবন্ধুসহ আগরতলা মামলায় মোট আসামী সংখ্যা কত জন?
-৩৫ জন
১৮.আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?
-মানবাধিকার
১৯.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
-১৩৬ তম
২০.বাংলাদেশে প্রথম জাতীয় সংশোধনী নির্বাচিত হয় –
-৭ মার্চ ১৯৭৩
২১.তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় –
-১৩ হাজার ১৩৬টি
২২.২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে –
-সাড়ে ৪ হাজার কোটি টাকা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]