Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4939
১.সমবায় কাদের জন্য নিজস্ব পেশাগত সংগঠন?
-কৃষকদের।
২.মাছ ও গলদার সমন্বিত চাষে জমির শতকরা কতভাগ জায়গায় ডোবা ও নালা থাকতে হবে?
-১৫ ভাগ।
৩.ধানের সাথে মাছ ও চিংড়ি চাষের জন্য উপযোগী ধানের একটি জাত কোনটি?
-বিপ্লব।
৪.একই উদ্দেশ্যে একজোট হয়ে যে কাজ করা হয় তাকে কী বলে?
-সমবায়।
৫.ধান ও মাছের সমন্বিত চাষে পরপর ফাঁকা জায়গা রাখতে হবে –
- ৫-৬ সারি।
৬.যে অঞ্চল ভেড়ার উন্মুক্ত ঘর তৈরির জন্য উপযোগী –
-কম বৃষ্টিপাতের অঞ্চল।
৭.ধান ও মাছের সমন্বিত চাষে শতক প্রতি মাছের পোনা ছাড়তে হয় কতটি?
-১৫-২০ টি।
৮.কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে মাছকে অন্তত কত দিন নালায় আটকিয়ে রাখতে হবে?
-৫দিন।
৯.সমতলভূমির বন রয়েছে কোন জেলায়?
-টাঙ্গাইল জেলায়।
১০.যে বনের পরিমাণ দিন দিন কমছে?
-সমতলভূমির বন।
১১.নার্সারিতে চারার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় –
-স্থানান্তর ও রোপণের পূর্বে পর্যন্ত।
১২.পুকুর শুকিয়ে সব মাছ মারা লাভজনক কোন সময়?
-ফেব্রুয়ারি- মার্চ মাসে।
১৩.পশুর সংখ্যা ১০ এর কম হলে গরুর ঘরটি হওয়া উচত?
-১ সারিবিশিষ্ট।
১৪.চুন প্রয়োগের কতদিন পর হাসমুরগীর বাচ্চা মজুদ করতে হবে?
-৭দিন।
১৫.যে ফসলের বীজ জমিতে ছিটিয়ে বুনতে হয়?
-গম।
১৬.চারা উৎপাদন না করে সরাসরি মূল জমিতে বীজ ছিটিয়ে দিতে হয় –
-বোনা আমন।
১৭.কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী?
-জমি প্রস্তুত।
১৮.দুগ্ধ খামারের গুরুত্বপূর্ণ সম্পদ কী?
-গাভি ।
১৯.দেশি জাতের বাছুরের জন্মকালীন গড় আদর্শ ওজন কত কেজি?
-১৫-২০ কেজি।
২০.১৫ মাসে ভেড়া বাচ্চা দেয় –
-২ বার ।
২১.বাংলাদেশে ভেড়া পালন করা হয় কোনটির জন্য?
-মাংসের জন্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    536 Views
    by bdchakriDesk
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    0 Replies 
    71 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4243 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4435 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]