Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4925
১.প্রতিটি গরুর জন্য জায়গা প্রয়োজন কত মিটার?
-১.৫ মিটার x ২ মিটার।
২.উকুন মাছের একটি ----
-পরজীবী শত্রু।
৩.আদর্শ বীজতলার গঠন কত মিটার?
-৯.৫ মি. X ১.৫ মি.।
৪.সুপারি, নারিকেল, তাল, পেপে এসব ফলের বংশ বিস্তারের মাধ্যম কী?
-বীজ।
৫.চারা তোলা ও স্থানান্তরের কাজটি করা উত্তম কখন?
-বিকালে।
৬.শাখা কলম পদ্ধতিতে চারা রোপণের উপযুক্ত সময় কোনটি?
-৪-৫ সপ্তাহ।
৭.পেঁপে বীজ বপনের পরে চারা গজায় কত দিনের মধ্যে?
-১০-২০ দিন।
৮.আমাদের দেশে গ্রামে গঞ্জে কোন জাতীয় বাছুর বেশি পালিত হয়?
-দেশি জাতের।
৯.গাভীর শাল দুধে প্রচুর পরিমাণে কী থাকে?
-প্রোটিন, ভিটামিন, ও খনিজ পদার্থ।
১০.মুরগীর শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
-৪১.৬ ডিগ্রি সে.।
১১.মাছ, মাংস দুধ ডিম কোন ধরনের আমিষের উৎস?
-প্রাণিজ।
১২.ক্যাটফিশ জাতীয় মাছ বলা হয় কোনটিকে?
-বোয়াল, শিং, ও মাগুর ইত্যাদিকে।
১৩.ফসল ও অগ্রণী হলো -----
-উন্নত জাতের সরিষা।
১৪.বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯৭৩ সালে।
১৫.লুকিং গ্লাস ট্রি নামে পরিচিত কোনটি?
-সুন্দরী গাছ।
১৬.নাজিরশাইল ধানের মধ্যে গামা রশ্মি প্রয়োগ করে উদ্ভাবন করা হয় কোন ধান?
-বিনাশাইল।
১৭.হাসের বৃষ্টা মাছের জন্য একটি উপকারী ----
-উৎকৃষ্ট জৈব সার।
১৮.রিং বেসিন পদ্ধতিতে যে ফসলে সেচ দেয়া হয় –
-ফল গাছ।
১৯.অম্লতা সহনশীল ফসল কোনটি?
-চা, কফি, আনারস ইত্যাদি।
২০.আখ ও আখ থেকে প্রাপ্ত গুড় এর অনুপাত কত?
-৯: ৫: ১।
২১.স্বাভাবিকভাবে ধানে চিটা হতে পারে কত ভাগ?
-শতকরা ১৫-২০ ভাগ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    531 Views
    by bdchakriDesk
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]