Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4924
১.হাইপার ভিটামিনোসিস কী?
-ভিটামিনের আধিক্যজনিত রোগ।
২.নিদ্রাহীনতাজনিত রোগকে কী বলে?
-ইনসোমনিয়া ।
৩.নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের –
-০.৯% জলীয় দ্রবণ।
৪.অতিশক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে কী বলে?
-কেমোথেরাপি।
৫.হেয়ার ওয়েলের ইমালসিফাইয়ার রূপে ব্যবহৃত হয় কোনটি?
-অলিক এসিড ।
৬.কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
-অ্যালডোস্টেরন।
৭.টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?
-অঙ্কোলজি।
৮.আমিষ পরপাককারী এনজাইম কী?
-ট্রিপসিন ।
৯.প্রাপ্ত বয়স্ক মানুষের নিচের চোয়ালের দন্ডকুঠুরীর সংখ্যা কতটি?
-১৬টি।
১০.লেবুতে কোন এসিড বিদ্যমান থাকে?
-সাইট্রিক এসিড।
১১.ডাক্তার রোগীর নাড়ি দেখার সময় প্রকৃতপক্ষে কী দেখেন?
-ধমনির স্পন্দন ।
১২.অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি কোনটির প্রয়োজন?
-ক্যালসিয়াম।
১৩.শরীরে কোলেস্টেরলের উৎস কতটি?
-২টি।
১৪.খাদ্যের অতিরিক্ত কার্বো হাইড্রেট প্রাণীদেহে জমা থাকে কী হিসেবে?
-গ্লাইকোজেন হিসেবে।
১৫.স্নায়ু টিস্যু কোন বিশেষ কোষ দ্বারা গঠিত?
-স্নায়ু কোষ বা নিউরন।
১৬.ভিটামির এ এর অপর নাম কী?
-রেটিনাল।
১৭.পেশিকোষের তন্তুগুলোকে কী বলে?
-মায়োফাইব্রিল।
১৮.শর্করা পরিপাকের ফলে কী তৈরি হয়?
-গ্লকোজ ও ফ্রক্টোজ ।
১৯.পিত্তপাথর গলাতে কী ব্যবহৃত হয়?
-রেডিও আইসোটোপ ।
২০.দেহের প্রতিরক্ষা ও আত্মরক্ষায় সহায়তা করে কোনটি?
-লিউকোসাইট।
২১.রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে দেয় কোনটি?
-কার্বন মনোক্সাইড।
২২.মানবদেহে বহিঃশ্বসন সম্পন্ন হয় কয়টি ধাপে?
-২টি ধাপে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    737 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]