Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4904
১.’দত্তনগর কৃষি খামার’ কার্যক্রম শুরু করে কবে?
-১৯৬২ সালে।
২.স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম কী?
-ফাইটো হরমোন ইনডিউসার।
৩.গল মাছি ধান গাছের কোন অংশে আক্রমণ করে?
-বাড়ন্ত কুশিতে।
৪.ক্ষুদ্রাতিক্ষুদ্র শিলাকণা, জৈবকণা, পানি ও বায়ুর সংমিশ্রণে গঠিত একটি মিশ্র পদার্থ কী?
-মাটি।
৫.মাটির উপাদান কতটি?
-৪টি।
৬.বালিকণা, কর্দমকণা, পলিকণা হচ্ছে -----
-খনিজ পদার্থ
৭.মাটিতে শতকরা কত ভাগ খনিজ পদার্থ থাকে?
-৪৫ ভাগ।
৮.মৃত জীবজন্তু ও গাছপালা পচে কোন পদার্থের সৃষ্টি হয়?
-জৈব পদার্থ।
৯.কোন মাটিতে জৈব পদার্থ নেই?
-বেলে মাটি।
১০.কৃষিক্ষেত্রে আদর্শ মাটি কোনটি?
-দোআঁশ মাটি।
১১.কোন মাটিতে শতকরা ৪০-৫০ ভাগ কর্দম কণা থাকে?
-এঁটেল মাটি।
১২.উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কতটি?
-১৬টি।
১৩.ক্যালসিয়ামের অভাবে কী হয়?
-পাতার রং বিবর্ণ হয়ে যায়
১৪.বীজ কিল ২০১৮ পাস হয় কবে?
-২২ জানুয়ারি ২০১৮।
১৫.পেডেল থ্রেসার ন্যাপস্যাক স্প্রেয়ার কী?
-ওষুধ ছেটানোর যন্ত্র।
১৬.চান্দিনা ধান প্রতিরোধ করতে পারে কোন পোকা?
-মাজরা।
১৭.একজোড়া ইঁদুর বছরে গড়ে বাচ্চা দিতে পারে কতটি?
-৮০০-১০০০ টি।
১৮.উন্নত পদ্ধতিতে পাটের চাষ করলে প্রতি শতকে আঁশ পাওয়া যায় –
-৮০-৯০ কেজি।
১৯.পাটের জন্য ক্ষতিকর পোকা কোনগুলো?
-বিছাপোকা, চেলে পোকা, ঘোড়া পোকা ইত্যাদি।
২০.দেশি জাতের আলু কোনটি?
-লাল পাকড়ি, শিল, বিলাতি ইত্যাদি।
২১.বাংলাদেশে সর্বপ্রথম বনায়ন কর্মসূচি গৃহীত হয় কত সালে?
-১৮৭৩ সালে ।
২২.গবাদিপশুর খুরা রোগ একটি –
-ভাইরাসজনিত রোগ ।
২৩.গুটি ইউরিয়া ব্যবহারে নাইট্রোজেনের কত ভাগ সাশ্রয় হয়?
-২০-৩০ ভাগ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    531 Views
    by bdchakriDesk
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]