Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4903
১.রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
-অক্সিজেন পরিবহন করা।
২.ইসিজির মাধ্যমে কোন রোগ নির্নয় করা হয়?
-হার্টের।
৩.হেপাটাইটিস রোগের প্রধান কারণ কী?
-ভাইরাস।
৪.পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের দেহের রক্তচাপ কত?
-১২০/৮০
৫.খাবার স্যালাইন আবিষ্কারে মূল অবদান রাখে কোনটি?
-icddr,b
৬.গ্লোমারোলোনেফ্রাইটিস শরীরের যে অংশের অসুখ –
-কিডনি
৭.ফুসফুসের আবরণকে কী বলে?
-প্লরা
৮.মানবদেহে প্রতিদিন কত লিটার পানির প্রয়োজন?
-৩ লিটার।
৯.প্রসব পরবর্তী জটিলতা কোনটি?
-পিউপোরিয়াল সেপসিস
১০.জন্ম নিয়ন্ত্রণ বড়ি যে বয়সের মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ?
-৪০ বছরের ওপরে।
১১.শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া এবং টিস্যুগুলো কঠিন হয়ে পড়াকে কী বলে?
-সিরোসিস।
১২.ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার পদ্ধটি কী?
-Autoclave
১৩.পেন্টা ভ্যাকসিন এ রোগের টিকা থাকে কতটি?
-৫টি
১৪.মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
-৯৮.৪॰ ফারেনহাইট।
১৫.বংশগতির জনক কে?
-গ্রেগর জোহান মেন্ডেল
১৬.জন্ডিসে আক্রান্ত হয় –
-লিভার
১৭.সুষম খাদ্যের উপাদান কতটি?
-৬টি
১৮.জনন কোষে কোন ধরনের ক্রোমজোম সংখ্যা বিদ্যমান?
-হ্যাপ্লয়েড
১৯.পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে অ্যামাইনো এসিডের সংখ্যা কত?
-২০টি
২০.হাড়ের কোষের নাম কী?
-অস্ট্রিওব্লাস্ট
২১.জরায়ুর সংক্রামকজনিত গর্ভপাতের জটিলতা কোনটি?
-রক্তক্ষরণ
২২.উচ্চরক্তচাপের জন্য দায়ী কী?
-পিটুইটারী গ্রন্থী
২৩.কোয়েরেসিটিন মানবদেহে কোন ভূমিকা পালন করে?
-ক্যান্সার প্রতিরোধ করে।
২৪.নিউরন কোন ধরনের টিস্যু?
-রূপান্তরিত আবরণী টিস্যু
২৫.মানুষের হাতে মোট অস্থি কতটি?
-৬০টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    761 Views
    by bdchakriDesk
    0 Replies 
    120 Views
    by bdchakriDesk
    0 Replies 
    473 Views
    by bdchakriDesk
    0 Replies 
    286 Views
    by shohag
    0 Replies 
    342 Views
    by tamim

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]