Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4902
১.আফ্রিকার মুক্তভূমি বলা হয় কোনটিকে?
-লাইবেরিয়াকে।
২.জাপান ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে কোনটি?
-কোরিয়া প্রণালি।
৩.বাংলাদেশের সাথে ভারতের মধ্যভাগ দিয়ে যে কাল্পনিক রেখা অতিক্রম করছে তার নাম কী?
-কর্কটক্রান্তি রেখা।
৪.সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কী?
-নারিকেল জিঞ্জিরা।
৫.আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
-পানামা খাল।
৬.দুটি মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কোনটি?
-তুরস্ক।
৭.বাংলাদেশের সাথে ভারতের সীমানা কতটুকু?
-৪,১৫৬ কিমি।
৮.জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপের নাম কী?
-কুড়িল দ্বীপপুঞ্জ ।
৯.ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
-ভলগা ।
১০.জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
-শ্রীলংকায়।
১১.বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপ গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত?
-প্রশান্ত মহাসাগরে।
১২.হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?
-কুনলুন পর্বত ।
১৩.মরুভূমির জাহাজ বলা হয় কাকে?
-উটকে।
১৪.নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
-যুক্তরাষ্ট্র-কানাডা
১৫.ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কত ভাগে ভাগ করা হয়েছে?
-৩ ভাগে।
১৬.বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশনীতি ঘোষিত হয় কত সালে?
-১৯৯২ সালে।
১৭.উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে কতটি জেলায়?
-১০টি জেলায়।
১৮.চিরহরিৎ বৃক্ষের বন গড়ে ওঠে কোথায়?
-নিরক্ষীয় অঞ্চলে।
১৯.বাংলাদেশে বর্তমানে রাডার স্টেশন কতটি?
-৫টি।
২০.বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
-প্রতিরক্ষা মন্ত্রনালয়
২১.বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত?
-২০৩ সে.মি।
২২.মেরু অঞ্চলের বরফ কোন কারনে গলে যাচ্ছে?
-বৈশ্বিক উষ্ণতা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    723 Views
    by rafique
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]