Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4891
১.সাধারণত খরা সহিষ্ণু ফসলের মূল-
-দৃঢ় ও শাখা-প্রশাখাযুক্ত এবং গভীরমূলীয়।
২.লবণাক্ততার মাত্রার উপর ভিত্তি করে মাটিকে কত ভাগে ভাগ করা হয়েছে?
-৫ ভাগে।
৩.প্রতিবছর দেশের কতকরা কত ভাগ জমি বন্যার কারনে বিভিন্ন মাত্রায় প্লাবিত হচ্ছে?
-২৫%।
৪.কোন ফসল খরায় পতিত হলে পাতার উপর লিপিড জমা করে প্রস্বেদন কমিয়ে দেয়?
-সয়াবিন।
৫.খরাবস্থায় যে ফসল পাতার আকার হ্রাস করে প্রস্বেদন কমিয়ে দেয় তার নাম কী?
-গোমটর।
৬.প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য কমে যাওয়ার কারণ কী?
-জলবায়ুর পরিবর্তন।
৭.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
-জানুয়ারি।
৮.বাংলাদেশে সাধারণত কোন মাসে ঝড় হয়?
-এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর।
৯.ধানে দুধ সৃষ্টির সময় আক্রমণকারী পোকার নাম কী?
-গান্ধি পোকা।
১০.তুলসী পাতার রস যে রোগে বেশ উপকারী –
-সর্দি কাশিতে।
১১.রোয়াণু শব্দের অর্থ কী?
-নারকেলের ছোবড়ার আঁশের দড়ি।
১২.গল মাছি ধান গাছের কোন অংশ আক্রমণ করে?
-বাড়ন্ত কুশিতে।
১৩.পাট গাছ কাটার পর কত কেজি ওজনের আটি বাঁধতে হয়?
-১০ কেজি।
১৪.একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কত গ্রাম শাক খাওয়া উচিত?
-১২০ গ্রাম।
১৫.পালংশাকের বীজ বপণের সময় কোনটি?
-সেপ্টেম্বর-জানুয়ারি।
১৬.কুমড়া জাতীয় ফসলে কোন পোকা আক্রমণ করে?
-কাঁঠালে পোকা।
১৭.গোলাপের চারা রোপণের উপযুক্ত সময় কোনটি?
-আশ্বিন।
১৮.কলা গাছের গুচ্ছমাথা রোগটি কোন পোকার মাধ্যমে হয়?
-জাব পোকা।
১৯.ব্রয়লার মুরগীর জন্য কত বর্গমিটার জায়গার প্রয়োজন?
-০.৩ – ০.৪৬ বর্গমিটার।
২০.হাওর ও বাওড় অঞ্চলে হাঁস পালনের লাভজনক পদ্ধতি কোনটি?
-উন্মুক্ত পদ্ধতি।
২১.যেসব উদ্ভিদ রোগব্যাধির নিরাময়ে ব্যবহার করা হয় তাদের কী বলে?
-ঔষধি।
২২.বাংলাদেশের নিচু এলাকায় কোন জাতের ফসল চাষ করা হয়?
-দেশি জাতের ।
২৩.যে সবজির পাকা ফল মোরব্বা ও হালুয়া তৈরিতে ব্যবহৃত হয়?
-চালকুমড়া।
২৪.মাটি শোধনের জন্য মেষ চাষের পূর্বে জমিতে প্রয়োগ করা হয় কোনটি?
-ব্লিচিং পাউডার।
২৫.বাংলাদেশের কুটির শিল্পের উত্থান হয়েছে কোনটির মাধ্যমে?
-বাঁশ ও বেতের মাধ্যমে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]