Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4887
১.বারিমন্ডল কাকে বলে?
-যে বিশাল পানি রাশিতে ভূত্বকের নিচু অংশগুলো পরিপূর্ণ রয়েছে তাকে বারিমন্ডল বলে।
২.বারিমন্ডলের আয়তন কত?
-এর আয়তন প্রায় ৩৬ কোটি ২৫ লক্ষ বর্গ কিমি।
৩.পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
-প্রশান্ত মহাসাগর।
৪.উপসাগর বলতে কি বোঝায়?
-তিন দিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত জলরাশিকে উপসাগর বলে।
৫.মহাসাগরীয় স্রোত কাকে বলে?
-সাগর মহাসাগরে জলরাশির নিয়মিত গতিকে সমুদ্র স্রোত বা মহাসাগরীয় স্রোত বলে।
৬.কোন সাগরকে শৈবাল সাগর বলা হয়?
-আটলান্টিক মহাসাগরকে।
৭.ভূপৃষ্ঠের প্রত্যেক স্খানে দৈনিক কয়বার জোয়ার ও কয়বার ভাটা হয়?
-দুবার।
৮.সমুদ্রস্রোতকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
- চার ভাগে।
৯.ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্রের নাম কী?
-রিখটার স্কেল।
১০.আগ্নেয়গিরি কত প্রকার?
-তিন প্রকার।
১১.বর্তমানে পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা কতটি?
-প্রায় ৮৫০টি।
১২.জ্বালামুখ কাকে বলে?
-আগ্নেয়গিরির মুখকে জ্বালামুখ বলে।
১৩.সৌরদিন কাকে বলে?
-পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে।
১৪.পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কী?
-প্রশান্ত মহাসাগর।
১৫.আমাদের সৌরজগতের কেন্দ্রীয় বস্তুপিন্ড কী?
-সূর্য।
১৬.কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা হয়?
-সেক্সট্যান্ট যন্ত্র।
১৭. কোন দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দীবারাত্রি সমান হয়?
-২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
১৮.শারদ বিষুব কোন তারিখ বলতে পারেন?
-২৩ সেপ্টেম্বর।
১৯.পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত কতটি ভাগ?
-৩ ভাগ।
২০.মহাদেশীয় ভূত্বকের স্তরকে সিয়াল বলে কেন?
-সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত বলে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    723 Views
    by rafique
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]