Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4871
১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
-৬.১৫ কি.মি
২.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বহনকারী রকেটের নাম কী?
-ফ্যালকন ৯
৩.স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
-ভুটান
৪.সংশপ্তক এর লেখক কে?
-শহীদুল্লাহ কায়সার
৫.বাংলাদেশের সরকার প্রধানের নাম কী?
-শেখ হাসিনা
৬.বাংলাদেশের সাদা সোনা কী?
-চিংড়ি
৭.অপরাজেয় বাংলার ভাস্কর কে?
-সৈয়দ আব্দুল্লাহ খালেদ
৮.ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট কে?
-প্রণব মুখার্জি।
৯.জার্মানির মুদ্রার নাম কী?
-ইউরো
১০.আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কত তারিখে করোনা ভাইরাস শনাক্ত করা হয়?
-৮ মার্চ ২০২০ সালে।
১১.বাংলাদেশের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
-রূপপুর, ঈশ্বরদী, পাবনা।
১২.ভূমিকম্প নির্নায়ক যন্ত্রের নাম কী?
-সিসমোগ্রাফ
১৩.আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
-জেরুজালেম
১৪.রাশিয়ার মুদ্রার নাম কী?
-রুবল
১৫.গায়ানার রাজধানীর নাম কী?
-জর্জটাউন
১৬.সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
-রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৭.কোরোনা ভাইরাস এর উৎপত্তি কোন দেশের কোন শহরে?
-চীনের হুবেই প্রদেশের উহান শহরে
১৮.স্বর্না সারের বৈজ্ঞানিক নাম কী?
-ফাইটো হরমোন ইনডিউসার।
১৯.সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত?
-ফার্মগেট, ঢাকা।
২০.সবচেয়ে বেশি ধান উদ্ভাবন করে –
-বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান
২১.বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কোথায় স্থাপিত হয়?
-শ্রীমঙ্গলে
২২.বাংলাদেশের সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় কোন জেলায়?
-বগুড়া
২৩.পরাগায়নের সময় তাপমাত্রা হ্রাস পেলে ফলন কী হয়?
-কম হয়
২৪.বাংলাদেশের ফসল উৎপাদনে খরা অন্যতম কী?
-প্রাকৃতিক দূর্যোগ
২৫.বাংলাদেশের আম গবেষণা কেন্দ্র কত সালে স্থাপিত হয়?
-১৯৮৫ সালে
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  460 Views
  by Asifjnu
  0 Replies 
  352 Views
  by Asifjnu
  0 Replies 
  348 Views
  by Asifjnu
  0 Replies 
  301 Views
  by Asifjnu
  0 Replies 
  295 Views
  by Asifjnu