Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4867
১.বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ণ প্রকল্প কোনটি?
-খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, কক্সবাজার
২.গ্রিনপিস যে দেমের পরিবেশবাদী সংগঠন –
-নেদারল্যান্ডস
৩.সমুদ্র স্রোতের অন্যতম কারন কী?
-বায়ু প্রবাহ
৪.বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
-প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৫.বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় কিসের প্রভাবে?
-উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে
৬.পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমির পরিমাণ কত হতে হবে?
-মোট আয়তনের তুলনায় ২৫ ভাগ
৭.জাতিসংঘের সমুদ্র আইন স্বাক্ষরিত হয় কত সালে?
-১৯৮২ সালে
৮.কিয়োটা প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
-পরিবেশ।
৯.বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী কোন ধরনের বন্যা কবলিত?
-জলোচ্ছ্বাস জনিত
১০.নদীবাহিত পলি পাহাড়ের পাদদেশে সঞ্চিত হয়ে কোন ভূমিরূপের সৃষ্টি হয়?
-পলল পাখা
১১.আয়তনে বিশ্বের সর্ববৃহৎ সাগর কোনটি?
-দক্ষিণ চীন সাগর
১২.চারদিকে সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত প্রাকৃতিক পানি রাশিকে কী বলে?
-হ্রদ
১৩.সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
-আটলান্টিক মহাসাগর
১৪.পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
-সুন্দরবন
১৫.বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় কোনটি?
-গারো পাহাড়
১৬.বাংলাদেশের মন্ট্রিল প্রটোকল স্বাক্ষর করে কোন সালে?
-১৯৯০ সালে
১৭.দারফুর কী?
-সুদানের একটি অঞ্চলের নাম
১৮.বাংলাদেশ প্রথম রেললাইন স্থাপন করা হয় -
-দর্শনা-কুষ্টিয়া
১৯.নিচের কোনটি পাললিক শিলা?
-কয়লা
২০.ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেঝে?
-ডোবার প্রণালি
২১.তিব্বতের মানস সরবর হতে উৎপন্ন হয় কোন নদ?
-ব্রহ্মপুত্র
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  164 Views
  by afsara
  0 Replies 
  194 Views
  by afsara
  0 Replies 
  185 Views
  by afsara
  0 Replies 
  164 Views
  by afsara
  0 Replies 
  170 Views
  by afsara

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]

  ১. রেডক্রস -পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন[…]

  বিশ্বে প্রথম দু’হাত-কাঁধ প্রতিস্থাপন প্রায়[…]

  বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়[…]