Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4850
১.মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
-একাত্তরের দিনগুলি
২.বাংলা ভাষাকে ২য় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
-সিয়েরা লিওন।
৩.বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কী?
-বরেন্দ্র জাদুঘর।
৪.বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বর্তমান নাম কী?
-বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফাই কাউন্সিল।
৫.বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
-ভুটান।
৬.কিডনি বিকল হলে রক্তে কোনটি বৃদ্ধি পায়?
-সিরাম ক্রিয়েটিনিন
৭.হার্ট এর কোন প্রকোষ্ট ফুস ফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে?
-বাম অলিন্দ
৮.কম্পিউটার কে আবিষ্কার করেন?
-চার্লস ব্যাবেজ।
৯.জননী সহায়িকা কাকে বলা হয়?
-সুফিয়া কামাল
১০.মানবদেহে প্রথম কোভিড-১৯ সনাক্ত করা হয় কোথায়?
-চীনের উহান।
১১.প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তলন করা হয়?
-২ মার্চ ১৯৭১ সালে।
১২.৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল?
-১৯৬৬ সালে
১৩.গ্লাসগো কোমা স্কেলের সর্বোচ্চ স্কোর কত?
-১৫
১৪.লাইভ ভ্যাকসিন কোনটি?
-বিসিজি।
১৫.রক্তে অনুচক্রিকা এর কাজ কী?
-রক্ত জমাট বাধতে সাহায্য করা
১৬.নার্সিং প্রসেস এর প্রথম ধাপ কী?
-এসেসমেন্ট
১৭.নবজাতকের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের হার প্রতি মিনিটে কত?
-৪০-৬০ বার
১৮.নিচের কোনটি রক্তক্ষরণ জনিত স্টোকের উপসর্গ?
-উচ্চ রক্তচাপ
১৯.মারমার হলো –
-হৃদপিন্ডের শব্দ
২০.রক্তে অক্সিজেনের পরিমাণ কত নেমে গেলে আমরা অক্সিজেন দিবো?
-৯৫%
২১.নবজাতকের সময়কাল কতদিন?
-২ মাস।
২২.কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
-ভিটামিন কে।
২৩.মানুষের শরীরের কতভাগ পনি?
-প্রায় ৬০ ভাগ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    737 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]