Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#660
১. ঢাকা কোন নদীর তীরে অবস্থিত ?
উওর: বুড়িগঙ্গা
২. ঢাকার মহানগর এলাকার জনসংখ্যা কত?
উওর : ১ কোটি ৫০ লক্ষ
৩. ঢাকা শহরটি কিসের শহর নামে পরিচিত?
উওর: মসজিদের শহর
৪. ঢাকা জনসংখ্যা বিশ্বে কত তম বৃহত্তম শহর?
উওর: নবম
৫. বিশ্বের সেরা মসলিন কাপড় উৎপাদিত হতো বাংলাদেশর কোন জেলায়?
উওর: ঢাকা
৬. 'বিশ্বের রিকশা রাজধানী ’ নামেও পরিচিত কোন শহর?
উওর: ঢাকা শহর
৭. ঢাকা শহরে রোজ কত রিকশা চলাচল করে ?
উওর: প্রায় ৪০০,০০০ থেকে ৪৫০,০০০টি
৮. ঢাকার প্রতিষ্ঠাকাল কত?
উওর: ১৬০৮ খ্রিস্টাব্দ
৯. ঢাকা শহরের মর্যাদা প্রদান করা হয় কখন?
১৯৪৭ সালে
১০. ঢকার শহরের আয়তন কত বর্গমাইল ?
উওর : ১১৮.২৯ বর্গমাইল
১১. ঢাকার শহরের আয়তন কত বর্গকিমি ?
উওর : ৩০৬.৩৮ বর্গকিমি
১২. ঢাকা জেলা কয়টি উপজেলা নিয়ে গঠিত?
উওর: ৬টি
১৩. ঢাকা জেলার
মোট আয়তন কত বর্গ কিঃ মিঃ ?
উওর : ১৪৬৩.৬০ বর্গ কিঃ মিঃ
১৪. ঢাকা জেলার
মোট আয়তন কত বর্গ মাইল ?
উওর: ৫৬৫.১০ বর্গমাইল
১৫. দোহার উপজেলা অবস্থিত কোন জেলায়?
উওর: ঢাকা জেলায়
১৬. নবাবগঞ্জ উপজেলা অবস্থিত কোন জেলায়?
উওর: ঢাকা জেলায়
১৭. কোতোয়ালি উপজেলা অবস্থিত কোন জেলায়?
উওর: ঢাকা জেলায়
১৮. কেরানীগঞ্জ উপজেলা অবস্থিত কোন জেলায়?
উওর: ঢাকা জেলায়
১৯. ধামরাই উপজেলা অবস্থিত কোন জেলায়?
উওর: ঢাকা জেলায়
২০. সাভার উপজেলা অবস্থিত কোন জেলায়?
উওর: ঢাকা জেলায়
২১. ১৬১০ খ্রীষ্টাব্দে কে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন ?
উওর: ইসলাম খান
২২. কোন সম্রাটের নামানুসারে ঢাকার নামকরণ করেন ?
উওর: সম্রাট জাহাঙ্গীর
২৩. কত সালে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে ঢাকা মহকুমা প্রথা বিলুপ্ত হয় ?
উওর: ১৯৮০ সালে
২৪. ঢাকা মহকুমায় অধীনে কয়টি জেলা ছিল?
উওর: ৬ টি
২৫. বুড়িগঙ্গা , তুরাগ নদী কোন জেলায় প্রবাহিত হয়েছে ?
উওর: ঢাকা জেলায়
২৬. বালু, বংশী ,ইছামতি
কোন জেলায় প্রবাহিত হয়েছে ?
উওর: ঢাকা জেলায়
২৭. লালবাগ কেল্লা , ঢাকেশ্বরী মন্দির, আহসান মঞ্জিল অবস্থিত কোন জেলায়?
উওর: ঢাকা জেলায়
২৮. হোসেনী দালান, ছোট কাটরা, বড় কাটরা, কার্জন হল অবস্থিত কোন জেলায়?
উওর: ঢাকা জেলায়
২৯. সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ?
উওর: ঢাকার মোহাম্মদপুরে
৩০. কে ঢাকার সাত গম্বুজ মসজিদটি নির্মাণ করেন ?
উওর: সুবাদার শায়েস্তা খাঁ এর পুত্র উমিদ খাঁ
৩১. ঢাকার লালবাগের কেল্লা নির্মাণকাজ শুরু হয়েছিল কত সালে?
উওর: ১৬৭৮ সালে
৩২. ঢাকার লালবাগের কেল্লা নির্মাণকাজ কে শুরু করেছিল?
উওর: মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ
৩৩.কে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন ?
উওর: সেন রাজবংশের রাজা বল্লাল সেন ১২শ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন।
৩৪. আহসান মঞ্জিল কোথায় অবস্থিত ?
উওর: পুরনো ঢাকার ইসলামপুরের
৩৫. আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা কে?
উওর: নওয়াব আবদুল গনি
৩৬. হোসেনি দালান কি এবং এটি কোথায় অবস্থিত?
উওর: ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান।
৩৭. কার শাসন আমলে হোসেনি দালান এটি নির্মিত হয়?
উওর: মোগল সম্রাট শাহজাহানের
৩৮. ছোট কাটারা কার শাসন আমলে তৈরি ?
উওর: শায়েস্তা খানের
৩৮. মুঘল আমলের নিদর্শন 'বড় কাটরা' কোথায় অবস্থিত ?
উওর: ঢাকায়
৩৯. মুসা খান মসজিদ কোথায় অবস্থিত এবং এটি কে নির্মাণ করেন ?
উওর : ঢাকায় অবস্থিত এবং ঈসা খাঁর পুত্র মুসা খান নির্মাণ করেন
৪০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল স্থাপন করেন কে?
উওর: ১৯০৪ সালে ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্ণর জেনারেল - জর্জ কার্জন
৪১. তারা মসজিদ কে নির্মাণ করেন এবং এটি কোথায় অবস্থিত?
উওর: তারা মসজিদ পুরানো ঢাকার অবস্থিত এবং মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেন
৪১. বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?
উওর: পুরানো ঢাকা এলাকার সদরঘাটের
৪২. ঢাকার বাহাদুর শাহ পার্কের পূব না কি ছিল?
উওর: ভিক্টোরিয়া পার্ক
৪৩. জিনজিরা প্রাসাদ কোথায় অবস্থিত?
উওর: ঢাকায়
৪৪. দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মলের নাম কি এবং এটি কোথায় অবস্থিত?
উওর: যমুনা ফিউচার পার্ক , এটি ঢাকায় অবস্থিত
৪৫. যমুনা ফিউচার পার্কের আয়তন কত?
উওর: প্রায় ৪,১০০,০০ বর্গফুট
৪৫. যমুনা ফিউচার পার্কের অবস্থন কোথায়?
উওর: বারিধারা,ঢাকা
৪৬. যমুনা ফিউচার পার্কে তৈরির কাজ শুরু করা হয় কত সালে?
উওর: ২০০২
৪৯. জাতীয় উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত ?
উওর: মিরপুরে ঢাকা চিড়িয়াখানার পাশে অবস্থিত
৫০. একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি নামক ভাস্কর্য কোথায় অবস্থিত?
উওর: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে স্থাপিত হয়েছে

সংগৃহিতঃ Ramjan Ali Suman
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  503 Views
  by masum
  0 Replies 
  386 Views
  by sajib
  0 Replies 
  823 Views
  by rajib
  0 Replies 
  224 Views
  by kajol
  0 Replies 
  246 Views
  by shihab
  long long title how many chars? lets see 123 ok more? yes 60

  We have created lots of YouTube videos just so you can achieve [...]

  Another post test yes yes yes or no, maybe ni? :-/

  The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

  Do you need a super MOD? Well here it is. chew on this

  All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

  Lasagna on me this time ok? I got plenty of cash

  this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]