Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4816
১.ইরাটম কী?
-এক প্রকার উন্নত জাতের ধানের নাম।
২.বাগদা চিংড়ি কোন পানির মাছ?
-লোনা পানির ।
৩.গলদা চিংড়ি কোন প্রাণীর মাছ?
-স্বাদু পানির।
৪.জুটনে পাট ও তুলার অনুপাত কত?
-৭: ৩।
৫.ইউরিয়া তৈরিতে কোন প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়?
-মিথেন।
৬.সোনালিকা, বলাকা কি?
-উন্নতজাতের গম
৭.বাংলাদেশে চা চাষ শুরু হয় কবে?
-১৮৫৪ সালে।
৮.বাংলাদেশে রাবার চাষ শুরু হয় কবে?
-১৯৬১ সালে।
৯.জুটন কী?
-পাট ও তুলার সংমিশ্রণে তৈরি এক প্রকার কাপড়।
১০.বাংলাদেশে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয় কত সালে?
-১৯৫০ সাল।
১১.বাংলাদেশের কৃষি ক্ষেত্রে পদ্মা নামটি কিসের?
-উন্নত জাতের তরমুজের।
১২.উন্নতজাতের আঁশ পাওয়া যায় কোন জাতীয় পাট গাছ থেকে?
-তোষা
১৩.পাহাড়ী মাটির রাসায়নিক বৈশিষ্ট্য কি?
-অম্লতা
১৪.বাংলাদেশ কৃষি উন্নয়ন ক্ষেত্রে প্রথম রাষ্ট্রপতি পুরস্কার ঘোষণা করা হয় কবে?
-১৪ এপ্রিল ১৯৭৯।
১৫.বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
-১ অক্টোবর ১৯৭০ সালে
১৬.দেশে প্রথম রবার বাগান কোথায় করা হয়?
-কক্সবাজারের রামুতে ।
১৭.বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
-কৃষি খাতে।
১৮.আম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
-চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
১৯.বাংলাদেশের রেশম বোর্ড কোথায় অবস্থিত?
-চাঁপাইনবাবগঞ্জ।
২০.বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত?
-১৩.৬৫ শতাংশ।
২১.বাংলাদেশের মাথাপিছু আবাদি জমির পরিমাণ কত?
-১৫ একর
২২.বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি কত সালে অনুষ্ঠিত হয়?
-২০১৯ সালে
২৩.স্বর্ণা সার কবে আবিষ্কৃত হয়?
-১৯৮৭ সালে।
২৪.বাংলাদেশের কোন জেলা শস্যভান্ডার হিসেবে পরিচিত?
-বরিশাল।
২৫.বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত?
-ঢাকার সাভারে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]