Page 1 of 1

মেডিকেল টেকনোলজিস্ট ও সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ নিয়োগ টিপস: পার্ট-০২

Posted: Fri Dec 11, 2020 2:12 pm
by Aresantor
১.মানুষের পাতলা বা চিকন হওয়ার কারণ কী?
-ব্রাউন এডিপোজ টিস্যু থাকা
২.রাতকানা রোগ হলো -
-জেরোফথ্যালমিয়া রোগের প্রাথমিক লক্ষণ
৩.ম্যালেরিয়া জীবাণুর বাহক কী?
-মশকী এনোফেলিস
৪.শ্বাসনালির ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার আক্রমণকে কী বলে?
-ব্রংকাইটিস
৫.বাংলাদেশে জাতীয় টিকা দিবস কর্মসূচি গ্রহন করা হয় কত সালে?
-১৯৯৫ সালে।
৬.প্রথম ক্লোন মানবশিশু ইভের জন্ম হয় কত সালে?
-২৬ ডিসেম্বর ২০০২ সালে।
৭.বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হয়?
-৬ মাস।
৮.একজন গর্ভবতী মায়ের দৈনিক কত মিলিগ্রাম ভিটামিন এ প্রয়োজন?
-৭৫০
৯.কোনটি মানবদেহের জন্য ভাল কোলেস্টেরল?
-এইচডিএল
১০.সুষম খাদ্যের উপাদান কতটি?
-৬টি
১১.হিউম্যান পেপিলোমা ভাইরাস কোথায় ক্যান্সার করে?
-জরায়ুর মুখে।
১২.নিচের কোনটি মানবদেহে রোগ প্রতিরোধে সহায়ক হবে?
-শ্বেত রক্তকণিকা
১৩.কোষের পাওয়ার হাউজ বলা হয় কোনটিকে?
-মাইট্রোকন্ডিয়া
১৪.প্যারাইটাল এবং ফ্রন্টাল অস্থির সংযোজনকারী সূচকের নাম কী?
-করোনাল
১৫.সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে?
-খনিজ পদার্থ ও ভিটামিন।
১৬.প্রাণীদেহে শর্করা সঞ্চিত হয় কোন রূপে?
-গ্লাইকোজেন
১৭.স্নায়ুতন্ত্রের একক কী?
-নিউরন
১৮.বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
-তাজউদ্দিন আহমেদ
১৯.মানবদেহের পিএইচ কত?
-৭.৩৫-৭.৪৫
২০.মানবদেহে ক্শেরুকার সংখ্যা কতটি?
-৩৩টি