Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4795
১.বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে?
-১৬৭টি।
২.কতটি পণ্যে মোড়কীকরণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে?
-১৭টি।
৩.সফল ও অগ্রণী কী?
-উন্নত জাতের সরিষা ।
৪.মোট দেশজ উৎপাদনে মৎস উপখাতের অবদান কত?
-৩.৪৯ শতাংশ।
৫.কোন দেশ থেকে বাংলাদেশে আলু আনা হয়?
-নেদারল্যান্ড।
৬.বাংলাদেশের মোট শ্রম শক্তির কত ভাগ কৃষি কাজে নিয়োজিত?
-৪০.৬ শতাংশ।
৭.বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
-তিস্তা বাঁধ প্রকল্প।
৮.ডেঙ্গু জ্বরের প্রধান বাহক কে?
-এডিস মশা।
৯.বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত?
-১৯৫২.২২ হেক্টর।
১০.অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
-পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি।
১১.নদী ছাড়া মহানন্দা কিসের নাম?
-উন্নত জাতের আম।
১২.দেশের কোন বণাঞ্চল চিরহরিৎ বন নামে পরিচিত?
-পার্বত্য বণাঞ্চল।
১৩.স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম কী?
-ফাইটো হরমোন ইনডিউসার।
১৪.বাহার, মানিক, রতন কী?
-উন্নত জাতের টমেটো।
১৫.বাংলাদেশে প্রথম বীজ বিধি প্রনয়ন করা হয়?
-১৯৮০ সালে।
১৬.কোন দেশে সবচেয়ে বেশি ধান চাষ হয়?
-চীনে।
১৭.যুক্তরাষ্ট্রে প্রথম ধান চাষ শুরু হয় কবে?
-১৬৮৫ সালে
১৮.অস্ট্রেলিয়ায় কত সালে বাণিজ্যিকভাবে ধান চাষ করা হয়?
-১৯২৪ সালে।
১৯.ধান উৎপাদনে বাংলাদেশ কততম?
-চতুর্থ।
২০.উদ্ভিদের গৌন পুষ্টি উপাদান কয়টি?
-৬টি।
২১.উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোনটি?
-পটাসিয়াম।
২২.মৌসুমি বায়ুর ওপর ভিত্তি করে বাংলাদেশকে কত ভাগে ভাগ করা যায়?
-৩টি।
২৩.মাটি প্রধানত কত প্রকার?
-৩ প্রকার।
২৪.মাটির গঠন উপাদান কতটি?
-চারটি।
২৫.ধানের টুংরো রোগ হয় কেন?
-এক ধরনের ভাইরাসের কারনে ধানের টুংরো রোগ হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    95 Views
    by shahan
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    503 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]