Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4786
১.যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় –
-সূর্যগ্রহণ
২.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
-৮.৩২ মিনিট
৩.পৃথিবী যে পথে সূর্যকে পরিভ্রমণ করে সে পথকে বলা হয় –
-কক্ষপথ
৪.উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে –
-২১ জুন
৫.পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের দিক –
-পশ্চিম হতে পূর্ব
৬.দিবা-রাত্রি সংগঠিত হয় –
-আহ্নিক গতির জন্য
৭.প্রতিপাদ স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য –
-১২ ঘন্টা
৮.নিচের কোন দেশটির নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
-নরওয়ে
৯.দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্য কত হলে দুটির মধ্যকার সময়ের পার্থক্য ১ ঘন্টা হবে?
-১৫ ডিগ্রি
১০.কখন দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়?
-২২ ডিসেম্বর
১১.পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে একবার আবর্তন কালকে বলে –
-সৌরবছর
১২.জোয়ারভাটার তেজ কটাল কখন হয়?
-অমাবস্যায়
১৩.পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চন্দ্রের আকর্ষন শক্তি কতগুন?
-প্রায় দ্বিগুন
১৪.পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কী?
-প্রশান্ত মহাসাগর
১৫.কোন তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে?
-অষ্টমী
১৬.মাদাগাস্কার কোন মহাসাগরের বৃহত্তম দ্বীপ?
-ভারত মহাসাগর
১৭.সর্বাপেক্ষা গভীর সমুদ্র খাত কোনটি?
-ম্যারিয়ানা ট্রেঞ্চ
১৮.ডেড সি কি?
-একটি হ্রদ
১৯.ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
-জিব্রাল্টার
২০.ভূ-পৃষ্টের সৌরদিপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?
-ছায়াবৃত্ত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    724 Views
    by rafique
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]