Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4775
১.দেশে বছরে গমের উৎপাদন কত?
-১০ লক্ষ মে.টন।
২.বাংলাদেশে কৃষি ক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের?
-দুটি উন্নতজাতের গমশস্য।
৩.নতুন উদ্ভাবিত উচ্চফলনশীল গমবীজের নাম কী?
-শতাব্দী।
৪.শতাব্দী জাত গম গাছের উচ্চতা কত?
-৯০-১০০ সেন্টিমিটার ।
৫.বাংলাদেশের সর্বাধিক গম উৎপাদিত হয় কোন জেলায়?
-ঠাকুরগাঁও।
৬.বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
৭.বিশ্বে গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
৮.যুক্তরাষ্ট্রের দুটি প্রধান গম উৎপাদক রাজ্যের নাম কী?
-মিনেসোটা ও ইন্ডিয়ানা।
৯.যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়?
-প্রেইরি অঞ্চল।
১০.চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়?
-নেপালের রাজ দরবারের পুঁথিশালা থেকে।
১১.বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
১২.ড. দীনেশচন্দ্র সেন সম্পাদিত লোকসাহিত্যের নাম কী?
-ময়মনসিংহ গীতিকা।
১৩.ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে?
-চন্দ্রকুমার দে।
১৪.ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনূদিত হয়?
-২৩টি।
১৫.ময়মনসিংহ গীতিকায় কোন চরিত্র বিশেষ মর্যাদা পেয়েছে?
-নারী চরিত্র।
১৬.বাংলাভাষার শব্দগুলোকে কত ভাগে ভাগ করা যায়?
-৫ ভাগে।
১৭.চা, লিচু কোন ভাষার শব্দ?
-চৈনিক ভাষার ।
১৮.দুটি পর্তুগিজ ভাষা কী?
-আলপিন, আনারস।
১৯.ফুঙ্গি কোন ভাষার শব্দ?
-বর্মি।
২০.এক কথায় প্রকাশ করুন, নিতান্ত দগ্ধ হয় যে সময়ে।
-নিদাঘ।
২১.ধূম উদগীরণ করেছে যা’
-ধূমায়মান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]