Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4756
১.লবণাক্ততা সহনশীল ধানের জাত কোনটি?
-ব্রি ধান ৪০ ও ব্রি ধান ৪১।
২.ব্রি হাইব্রিড ধান ১ এর একর প্রতি উৎপাদন কত?
-৮ টন ।
৩.উচ্চফলনশীল ধান উৎপাদনে সর্বাধুনিক আবিষ্কার কী?
-হাইব্রীড জাত উদ্ভাবন।
৪.বাংলাদেশে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ধান উৎপাদন করে?
-বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
৫.বিনাশাইল ধান কিভাবে উদ্ভাবন করা হয়?
-নাজিরশাইল ধানের মধ্যে গামা রশ্মি প্রয়োগ করে।
৬.ইরাটম কী?
-এক ধরনের উন্নত জাতের ধানের নাম।
৭.বাংলাদেশে একর প্রতি ধানের গড় ফলন কত?
-৬৮৭ কেজি।
৮.কোন মাসে রোপা আমন কাটা হয়?
-অগ্রহায়ণ-পৌষ মাসে।
৯.বাংলাদেশে কবে হাইব্রিড ধান উৎপাদন শুরু হয়েছে?
-১৯৯৮ সালের ডিসেম্বর থেকে।
১০.আলোক-৬২১০ কী?
-উচ্চফলনশীল ধান।
১১.পৃথিবীতে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
-চতুর্থ।
১২.বিনাশাইল ধান উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান?
-বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান।
১৩.কোন অঞ্চলকে চীনের ধনভান্ডার বলা হয়?
-হুনান প্রদেশকে।
১৪.সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান জাতের নাম কী?
-সুপার রাইস ।
১৫.দেশে বছরে গমের মোট চাহিদা কত?
-৩০-৩৫ মে.টন।
১৬.বিশ্বে চাল রপ্তানিতে প্রথম স্থানে কোন দেশ?
-ভারত।
১৭.কোন দেশ বিশ্বে ধান উৎপাদনে প্রথম স্থান দখল করেছে?
-চীন।
১৮.পৃথিবীতে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
-চতুর্থ।
১৯.দেশের মোট আবাদি জমির কতভাগে ধান চাষ করা হয়?
-শতকরা ৮০ ভাগে।
২০.বিশ্বে মোট ধান উৎপাদনে কতভাগ এশিয়া মহাদেশে উৎপন্ন হয়?
-৯০ ভাগ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]