Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4639
১.কোন প্রাণী দীর্ঘতম?
-রিবন ওয়াটা।
২.কোন প্রাণীর ২০০টি পা আছে?
-বিচ্ছু।
৩.কোন প্রাণীর চোখ সবচেয়ে বড়?
-স্কুইড।
৪.কোন পাখি পাথর ও লোাহার টুকরা খায়?
-অস্ট্রিচ।
৫.কোন পাখি ওপর নিচ উভয় ঠোঁটই নাড়াচাড়া করতে পারে?
-তোতা পাখি।
৬.কোন প্রাণী একচোখ সামনের দিকে ও অন্য চোখ পিছনের দিকে চেয়ে হাঁটতে পারে?
-ক্যামেলিউন।
৭.কোন জন্তু কখনোই ঘুমায় না?
-ডলস পরপয়েজ।
৮.বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার নাম কী?
-গোলিয়েথ মাকড়সা।
৯.বিশ্বের সবচেয়ে ছোট পাখির নাম কী?
-হামিং বার্ড।
১০.হামিং বার্ড কোন দেশে দেখতে পাওয়া যায়?
-কিউবা ও পাইলস দ্বীপপুঞ্জে।
১১.সাপের প্রধান শত্রু কে?
-নেউল।
১২.প্রজাপতি, মশা ও মৌমাছির কয়টি পা?
-৪টি।
১৩.জেব্রার বাচ্চাকে কি বলে?
-কলট।
১৪.কোন প্রাণীর কান নেই অথচ শ্রবণশক্তি আছে?
-সাপ।
১৫.কোন প্রাণীর কান হাঁটুতে?
-ফড়িংয়ের।
১৬.কোন প্রানী কখনো ভূ-ভাগের পানি পান করে না?
-চাতক পাখি।
১৭.কোন মাছ ডিম পাড়ে না?
-তিমি।
১৮.সাধারণ মৌচাকে কমপক্ষে কতকগুলো মৌমাছি বাস করে?
-প্রায় ৫৫ হাজার।
১৯.কোন পশুর রক্তচাপ সর্বোচ্চ মাত্রার?
-জিরাফের।
২০.কোন পাখি পেছন দিকে উড়তে পারে?
-হামিং বার্ড।
২১.কোন প্রাণী দাঁত দিয়ে আস্ত বড় গাছ কেটে ফেলতে পারে?
-বিভার।
২২.কোন প্রাণীর হৃদপিন্ডে ১৩টি কুঠুরী আছে?
-তেলাপোকার।
২৩.প্রাণীভুক্ত গাছ কোনটি?
-বাটারওর্ট।
২৪.ইংরেজিতে কোন প্রাণীর বাসাকে ড্রে বলে?
-কাঠবিড়ালী।
২৫.মরগান কোন দেশের ঘোড়া?
-ইন্দোনেশিয়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]