- Wed Dec 02, 2020 2:28 pm#4636
১.প্রাচীনকালের ভারতের শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী কে?
-পাণিনি।
২.পাণিনি রচিত ব্যাকরণের নাম কী?
-অষ্ট্যাধায়ী।
৩.ভাররো রচিত ব্যাকরণের নাম কী?
-দে লিঙ্গুয়া লাতিনা।
৪.প্লেটোর ভাষা বিষয়ক বিখ্যাত গ্রন্থের নাম কী?
-কথোপকথন।
৫.এরিস্টটলের ব্যাকরণ সম্পর্কিত বিখ্যাত গ্রন্থের নাম কী?
-পোয়েটিকস।
৬.বিখ্যাত গ্রন্থ গ্রাম্মাতিকি তেকনি’র রচয়িতা কে?
-দিওনীসিউস থ্রাকস।
৭.থ্রাকস কোন দেশের অধিবাসী ছিলেন?
-গ্রিস।
৮.পতঞ্জলি ও কাত্যায়নের গ্রন্থের নাম কী?
-মহাভাষ্য ও বাতিকসূত্র।
৯.কত সালে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?
-১৯১৬ সালে।
১০.প্রথম প্রকাশের সময় চর্যাপদের নাম কী ছিল?
-হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা।
১১.মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
-শ্রীকৃষ্ণকীর্তন।
১২.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কয়টি চরিত্র রয়েছে?
-তিনটি।
১৩.কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি?
-বাউন্ডেলের আত্মকাহিনী।
১৪.কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
-অগ্নিবীণা।
১৫.কাজী নজরুল ইসলাম কবে দূরারোগ্যে আক্রান্ত হন?
-১৯৪২ সালের ১০ অক্টোবর।
১৬.কাজী নজরুল ইসলাম কত সালে স্থানীয়ভাবে ঢাকায় আসেন?
-১৯৭২ সালের ২৪ মে।
১৭.কত সালে নজরুলকে একুশে পদক প্রদান করা হয়?
-১৯৭৬ সালে।
১৮.সমাস কাকে বলে?
-দুই বা ততোধিক পদের এক পদে পরণত হওয়াকে সমাস বলে।
১৯.সমস্ত পদ কাকে বলে?
-সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলে।
২০.সমস্যমান পদ কাকে বলে?
-সমস্ত পদ ভেঙে যে ব্যাকাংশ করা হয় তাকে সমস্যমান পদ বলে।
-পাণিনি।
২.পাণিনি রচিত ব্যাকরণের নাম কী?
-অষ্ট্যাধায়ী।
৩.ভাররো রচিত ব্যাকরণের নাম কী?
-দে লিঙ্গুয়া লাতিনা।
৪.প্লেটোর ভাষা বিষয়ক বিখ্যাত গ্রন্থের নাম কী?
-কথোপকথন।
৫.এরিস্টটলের ব্যাকরণ সম্পর্কিত বিখ্যাত গ্রন্থের নাম কী?
-পোয়েটিকস।
৬.বিখ্যাত গ্রন্থ গ্রাম্মাতিকি তেকনি’র রচয়িতা কে?
-দিওনীসিউস থ্রাকস।
৭.থ্রাকস কোন দেশের অধিবাসী ছিলেন?
-গ্রিস।
৮.পতঞ্জলি ও কাত্যায়নের গ্রন্থের নাম কী?
-মহাভাষ্য ও বাতিকসূত্র।
৯.কত সালে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?
-১৯১৬ সালে।
১০.প্রথম প্রকাশের সময় চর্যাপদের নাম কী ছিল?
-হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা।
১১.মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
-শ্রীকৃষ্ণকীর্তন।
১২.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কয়টি চরিত্র রয়েছে?
-তিনটি।
১৩.কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি?
-বাউন্ডেলের আত্মকাহিনী।
১৪.কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
-অগ্নিবীণা।
১৫.কাজী নজরুল ইসলাম কবে দূরারোগ্যে আক্রান্ত হন?
-১৯৪২ সালের ১০ অক্টোবর।
১৬.কাজী নজরুল ইসলাম কত সালে স্থানীয়ভাবে ঢাকায় আসেন?
-১৯৭২ সালের ২৪ মে।
১৭.কত সালে নজরুলকে একুশে পদক প্রদান করা হয়?
-১৯৭৬ সালে।
১৮.সমাস কাকে বলে?
-দুই বা ততোধিক পদের এক পদে পরণত হওয়াকে সমাস বলে।
১৯.সমস্ত পদ কাকে বলে?
-সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলে।
২০.সমস্যমান পদ কাকে বলে?
-সমস্ত পদ ভেঙে যে ব্যাকাংশ করা হয় তাকে সমস্যমান পদ বলে।