Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4619
১.বাংলাদেশে কতটি সামুদ্রিক গ্যাসক্ষেত্র রয়েছে?
-একটি।
২.দেশের একমাত্র সামুদ্রিক গ্যাসক্ষেত্রের নাম কী?
-সাংগু।
৩.সাংগুতে গ্যাস উত্তোলনের কাজের দায়িত্বে কোন কোম্পানি নিযুক্ত রয়েছে?
-কেয়ার্ন এনার্জি।
৪.দেশে মোট কি পরিমাণ গ্যাস মজুদ আছে?
-৩৮.০২ ট্রিলিয়ন ঘনফুট।
৫.উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বনভূমি কত প্রকার?
-তিন প্রকার।
৬.পার্বত্য চট্টগ্রামের একটি উপজাতির নাম বল।
-চাকমা।
৭.বাংলাদেশের কয়েকটি প্রধান খনিজ দ্রব্যের নাম বল।
-কয়লা, প্রাকৃতিক গ্যাস ও চুনাপাথর।
৮.সর্বোচ্চ দ্রাঘিমা কত ডিগ্রী?
-১৮০ ডিগ্রী।
৯.সমগ্র পৃথিবীর প্রমাণ সময় কোন শহরের দ্রাঘিমার ভিত্তিতে ঠিক করা হয়েছে?
-গ্রিনিচ শহরে।
১০.জোয়ার ভাটার সৃষ্টি পৃথিবীর কোন গতির কারনে?
-আহ্নিক গতির কারনে।
১১.এশিয়া ও ইউরোপের মিলিত নাম কী?
-ইউরেশিয়া।
১২.পামীর মালভূমি কোথায় অবস্থিত?
-মধ্য এশিয়ায়।
১৩.মাউন্ট এভারেস্ট এর উচ্চতা কত?
-৮,৮৫০ মিটার।
১৪.সাইপ্রাসের রাজধানীর নাম কী?
-নিকোশিয়া।
১৫.বিষুব রেখার পরিধি কত?
-৪০,০৭৬ কিলোমিটার।
১৬.পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
-সিলিকন।
১৭.পৃথিবীর কোন দেশে বেশি বৃষ্টিপাত হয়?
-ভারত।
১৮.সমুদ্রস্রোতের কারণ কী?
-বায়ু প্রবাহের প্রভাব।
১৯.বায়ুমন্ডলের বয়স আনুমানিক কত?
-৩৫ কোটি বছর।
২০.গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত?
-৩৮ ডিগ্রী সেলসিয়াস।
২১.ভাওয়ালের গড় কোন জেলায় অবস্থিত?
-গাজীপুর জেলায়।
২২.পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে?
-চাঁদপুরের কাছে।
২৩.কাপ্তাই হ্রদ কোন জেলায় অবস্থিত?
-পার্বত্য রাঙামাটি জেলায়।
২৪.যমুনা নদীর উপনদী কোনটি?
-আত্রাই।
২৫.বাংলাদেশের সর্বমোট নদীর দৈর্ঘ্য কত?
-২২,১৫৫ কিলোমিটার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]