Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4599
১.উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কী?
-মাউন্ট ম্যাককিনলে।
২.এশিয়ার কোন অঞ্চলে জনবসতি নেই?
-উত্তর সাইবেরিয়া।
৩.আপনি কি জানেন, মালয় কীসের নাম?
-উপদ্বীপের নাম।
৪.টাইগ্রিস কোন নদীর তীরে অবস্থিত?
-ইরাকের।
৫.ইসরাইলের পশ্চিম পাশের দেশটির নাম কী?
-মিশর।
৬.আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ কোনটি?
-সৌদি আরব।
৭.মেঘনা নদীর একটি উপনদী কী?
-তিতাস।
৮.মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
-পশুর নদীর তীরে।
৯.যমুনা নদী পদ্মার সাথে কোথায় মিলিত হয়?
-গোয়ালন্দের কাছে।
১০.কোন কোন জেলায় মধুপুর গড় অবস্থিত?
-টাঙ্গাইল ও ময়মনসিংহ।
১১.বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস কোন খাতে সবচেয়ে বেশি খরচ হয়?
-বিদ্যুৎ।
১২.বাংলাদেশের দক্ষিণে কি অবস্থিত?
-বঙ্গোপসাগর
১৩.পেৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
-বাংলাদেশ।
১৪.ভারতের সাথে বাংলাদেশের সীমারেখা কত?
-৪, ১৫৬ কিলোমিটার।
১৫.বঙ্গোপসাগরের সাথে তটরেখার দৈর্ঘ্য কত?
-৭১১ কিলোমিটার।
১৬.কোন অক্ষরেখা ইউরোপের মধ্যে দিয়ে অতিক্রম করেছে?
-৫৫ ডিগ্রী উত্তর।
১৭.ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কী?
-জাগরেব।
১৮.জুরা পর্বত কোথায় অবস্থিত?
-ইউরোপ মহাদেশে।
১৯.সিন্ধু নদী কোন সাগরে পতিত হয়েছে?
-আরব সাগরে।
২০.লালমাই পাহাড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
-কুমিল্লা।
২১.বাংলাদেশে কয়টি মৃত্তিকা অঞ্চল আছে?
-৭টি।
২২.উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
-বেরিং প্রণালী।
২৩.ভারত ও চীনের তিব্বতের মধ্যে নিরূপিত সীমারেখা কী?
-ম্যাকমোহন লাইন।
২৪.ঢাকার সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য কত?
-৬ ঘন্টা।
২৫.বাংলাদেশে কতটি গ্যাসক্ষেত্র রয়েছে?
-২৭টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    209 Views
    by shohag
    0 Replies 
    820 Views
    by rajib
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    177 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]