Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4581
১.জিয়া স্মৃতি জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
-৬ সেপ্টেম্বর ১৯৯৩ সালে।
২.নেত্রকোণার উপজাথীয় কালচারাল একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৭ সালের ১৬ আগস্ট।
৩.ওসমানী জাদুঘর কবে প্রতিষ্ঠিতহয়?
-১৯৮৭ সালে।
৪.ওসমানী জাদুঘর কোথায় অবস্থিত?
-সিলেট।
৫.গৃহায়নের উপাদানগুলো কী কী?
-ভূমি, মূলধন, গৃহসামগ্রী, শ্রম ও ব্যবস্থাপনা।
৬.তিস্তাবাধ প্রকল্পটি কোথায় অবস্থিত?
-রংপুরের দোয়ানীতে।
৭.বাংলাদেশের কৃষি জমিতে পানি সেচের প্রধান উৎস কী?
-নলকূপ।
৮.বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
-তিস্তা বাঁধ প্রকল্প।
৯.ঢাকা শহরকে বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ দেয়া হয়েছে তার নাম কী?
-বাকল্যান্ড বাঁধ।
১০.বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে?
-১৬৭ টি।
১১.রয়েল বেঙ্গল টাইগার কোন বনে পাওয়া যায়?
-সুন্দরবনে।
১২.বাংলাদেশের কোন প্রাণী হিংস্রতায় পৃথিবীর সেরা?
-রযেল বেঙ্গর টাইগার।
১৩.দেশে ডিজিটাল ফোন চালু হয় কবে?
-১৯৯০ সালে।
১৪.বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয়?
-৪ জুন ১৯৯৬ সালে।
১৫.বাংলাদেশের টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
-একতলা দোতলা।
১৬.পৃথিবীর কোন দেশের জনগণ সবচেয়ে বেশি সংবাদ পত্র পড়ে?
-নরওয়ের জনগণ।
১৭.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এর অবস্থান কোথায়?
-চট্টগ্রামের কালুরঘাটে।
১৮.বাংলাদেশ বেতার কেন্দ্রে প্রচারিত প্রথম নাটক কোনটি?
-বুদ্ধদেব বসুর কাঠ ঠোকরা।
১৯.প্রতিষ্ঠাকালীন বাংলাদেশের বেতারের নাম কী ছিল?
-অল ইন্ডিয়া রেডিও।
২০.ভয়েজ অব জিহাদ কী?
-আল কায়েদার একটি অর্ধ সাপ্তাহিক ম্যাগাজিন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]