Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4580
১.কয়লার সৃষ্টি হয় কিভাবে?
-গাছপালা মাটিতে চাপা পড়ে।
২.কোন দূষণ প্রক্রিয়ায় পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মাত্রায় আক্রান্ত হয়ে থাকে?
-পানি দূষণ পক্রিয়ায়।
৩.ওজন স্তরের ক্ষয় কী?
-ওজন স্তরের ওজনের পরিমাণ কমে যাওয়া।
৪.গ্রীন হাউজ প্রভাবের জন্য কার্বন ডাই অক্সাইড এর অবদান কতটুকু?
-প্রায় অর্ধেক।
৫.বাংলাদেশে প্রচলিত রোগসমূহের কত ভাগ ধূষিত পানির কারণে হয়ে থাকে?
-প্রায় ৭০ ভাগ।
৬.সর্বপ্রথম পানি দূষন সমস্যাকে কে চিহ্নিত করেন?
-হিপোক্রেটিস।
৭.রাশিয়ার চেরনোবিল দূর্ঘটনা কবে ঘটে?
-১৯৮৬ সালে।
৮.পরিবেশ দূষণ কী কী?
-মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণ।
৯.পারমাণবিক বিকিরণ প্রক্রিয়ায় কোন শ্রেনীর প্রানী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে?
-স্তন্যপায়ী প্রাণী।
১০.গ্রিন হাউজের চারাগাছগুলো সারাবছর কেমন থাকে?
-সবুজ।
১১.শিশিরাংক বলতে কি বোঝায়?
-বায়ুর যে উষ্ণতায় জলীয়বাষ্প ঘনীভূত হয় তাকে শিশিরাংক বলে।
১২.পৃথিবীর সবচেয়ে উচু মালভূমি কোনটি?
-পামির মালভূমি।
১৩.টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
-মেসোপটেমীয় সভ্যতা।
১৪.টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কী?
-দজলা ও ফোরাত নদী।
১৫.এশিয়া মহাদেশ আফ্রিকার কতগুণ বড়?
-এশিয়া আফ্রিকার ১.৭ গুন।
১৬.এশিয়া ও ইউরোপের মিলিত নাম কী?
-ইউরেশিয়া।
১৭.সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়?
-তিব্বতের মালভূমিতে।
১৮.গঙ্গা নদের উৎপত্তি স্থলের নাম কী?
-হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।
১৯.এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
-ইয়াংসিকিয়াং।
২০.চীনের দু:খ বলা হয় কোন নদীকে?
-হোয়াংহো নদীকে।
২১.পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
-আফ্রিকা মহাদেশ।
২২.আফ্রিকার বৃহত্তম নদী কোনটি?
-নীল নদ।
২৩.কোন খনিজের কাঠিন্য সবচেয়ে কম?
-টেলক।
২৪.আলবেনিয়ার রাজধানীর নাম কী?
-তিরানা।
২৫.হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য কত?
-২,৪১৪ কিলোমিটার।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  431 Views
  by Islammahabul47
  0 Replies 
  346 Views
  by Islammahabul47
  0 Replies 
  350 Views
  by Islammahabul47
  0 Replies 
  270 Views
  by Islammahabul47
  0 Replies 
  304 Views
  by Islammahabul47

  বর্তমান বিশ্বে আলোচিত বিষয়ের নাম করোনা ভ্যাক্সিন […]

  বিশ্বের প্রথম উড়ন্ত রেস কার সম্প্রতি বিশ্বের প্র[…]

  প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন ২০১৫ সালের […]

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]