Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4542
১.বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী?
-বায়তুল মোকাররম।
২.বায়তুল মোকাররম এর অবস্থান কোথায়?
-ঢাকার মতিঝিলে।
৩.বায়তুল মোকাররমের স্থপতি কে?
-আবুল হোসেন মোহাম্মদ থারিয়ানি।
৪.দোয়েল চত্বর কোথায় অবস্থিত?
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের নিকটে।
৫.দোয়েল চত্বরের স্থপতি কে?
-আজিজুল জলিল পাশা।
৬.বিজয় ৭১ কি?
-একটি ভাস্কর্যের নাম।
৭.বিজয় ৭১ কোথায় অবস্থিত?
-যশোর।
৮.বিজয় ৭১ এর স্থপতি কে?
-খন্দকার বদরুল ইসলাম নান্নু।
৯.কদম ফোয়ারা কোথায় অবস্থিত?
-ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানের সামনে।
১০.কদম ফেয়ারার স্থপতি কে?
-নিতুন কুন্ডু।
১১.সার্ক ফোয়ারা কোথায় অবস্থিত?
-ঢাকার প্রান্থপথে।
১২.সার্ক ফোয়ারার স্থপতি কে?
-নিতুন কুন্ডু।
১৩.চেতনা ৭১ কি?
-একটি ভাস্কর্য।
১৪.চেতনা ৭১ এর স্থপতি কে?
-মো. মইনুল হোসেন।
১৫.অতন্দ্র প্রহরী ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
-পাবনা।
১৬.দুর্জয় কী?
-একটি ভাস্কর্য।
১৭.দুর্জয় কোথায় অবস্থিত?
-ঢাকার রাজারবাগে।
১৮.স্মৃতির মিনার ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
-জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
১৯.বাংলাদেশে কয়টি পানি শোধনাগার রয়েছে?
-৬টি।
২০.বাংলাদেশের প্রথম পানি শোধনাগার কোনটি?
-চাঁদনী ঘাট পানি শোধনাগার, ঢাকা।
২১.চাঁদনী ঘাট পানি শোধনাগার কবে চালু হয়?
-১৮৭৪ সালে।
২২.গাজীপুরের চৌরাস্তায় নির্মিত জাগ্রত চৌরঙ্গী স্মৃতিসৌধের স্থপতি কে?
-আবদুর রাজ্জাক।
২৩.বরেন্দ্র জাদুঘরটি পরিচালনা করে কোন প্রতিষ্ঠান?
-রাজশাহী বিশ্ববিদ্যালয়।
২৪.বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
-বরেন্দ্র গবেষনা জাদুঘর।
২৫.ঢাকা জাদুঘরের প্রথম কিউরেটর কে ছিলেন?
-নলিনীকান্ত ভট্টশালী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]