Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4540
১.বিখ্যাত মেরিনো মেষ কোথায় দেখতে পাওয়া যায়?
-মেসেটা মালভূমির শুষ্ক অঞ্চলে।
২.ইউরোপের উপকূলে ধৃত কয়েকটি মৎসের নাম কী?
-কড, হেরিং, হ্যালিবার্ট, স্যামন, তিমি ইত্যাদি।
৩.ইউরোপের প্রধান খনিজ সম্পদ কী কী?
-কয়লা ও লৌহ।
৪.ইউরোপের কয়েকটি খনিজ সম্পদের নাম কী?
-প্রাকৃতিক গ্যাস, তামা, দস্তা, বক্সাইড, প্লাটিনাম ইত্যাদি।
৫.লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?
-টেমস নদীর তীরে অবস্থিত।
৬.মস্কো কোন নদীর তীরে অবস্থিত?
-মস্কোভা নদীর তীরে।
৭.ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় কোন স্থানকে?
-সুইজারল্যান্ডকে।
৮.ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোন দেশকে?
-ভিয়েনা।
৯.আন্তর্জাতিক সম্মেলনের শহর বলা হয় কোন স্থানকে?
-জেনেভাকে।
১০. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
-ভলগা।
১১.এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসের নাম কী?
-সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইড।
১২.প্রতিবছর কি পরিমাণ ক্লোরো ফ্লোরো কার্বন গ্যাস ব্যবহার বৃদ্ধি পাচ্ছে?
-৮০-১৭০ টন।
১৩.সাগরের পানি তেল দ্বারা দূষিত হলে কি হয়?
-অক্সিজেন তৈরি কম হয়।
১৪.কোন দেশে সর্ববৃহৎ সৌরশক্তি কেন্দ্র অবস্থিত?
-মার্কিন যুক্তরাষ্ট্র।
১৫.পরিবেশ দূষণকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
-৪ ভাগে।
১৬.সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বেগে গেলে বাংলাদেশের ভূ-পৃষ্ঠের কত অংশ নিমজ্জিত হবে?
-১৫.৪%।
১৭.ট্যাপের পানিতে বিদ্যমান রাসায়নিক পদার্থটির নাম কী?
-ক্লোরিন।
১৮.তেল শোধনাগারে নিকটবর্তী এলাকার কোন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়?
-ক্যান্সার।
১৯.কয়লার সৃষ্টি হয় কিভাবে?
-গাছপালা মাটিতে চাপা পড়ে।
২০.কোন স্থানকে মৃত্যু উপত্যকা বলা হয়?
-ব্রাজিলের কুবাতাও।
২১.ওজনের রং কী?
-গাঢ় নীল।
২২.পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি?
-সুন্দরবন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    212 Views
    by shohag
    0 Replies 
    826 Views
    by rajib
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    198 Views
    by tasnima
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]