Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4519
১.কোন নদীর তীরে পানি শোধনাগারের অযোগ্য হওয়া সত্ত্বেও ওয়াসা কর্তৃক সরবরাহ করা হচ্ছে?
-শীতলক্ষ্যা নদীর পানি।
২.নদীর পানি কোন পরিশোধনাগারে পরিশোধন করা হয়?
-সায়েদাবাদ পানিশোধনাগার।
৩.পানিশোধনের জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়?
-ক্লোরিন ও অ্যালুমিনিয়াম।
৪.কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে?
-১৯৬২ সালে।
৫.সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প কবে চালু হয়?
-২৭ জুলাই ২০০২ সালে।
৬.মেহেরপুরের মুজিবনগরে অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি কে?
-তানভীর কবির।
৭.মুজিবনগর স্মৃতিসৌধের কতটি স্তম্ভ রয়েছে?
-২৩টি।
৮.ঢাকায় মীরপুরে শহীদ বুদ্দিজীবি স্মৃতিসৌধ এর স্থপতি কে?
-মোস্তফা হারুন কুদ্দুস।
৯.শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
-ঢাকার মিরপুরে।
১০.অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
-১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে।
১১.শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রথম ভাস্কর্য কোনটি?
-অপরাজেয় বাংলা।
১২.বঙ্গবন্ধু স্কোয়ার মনুমেন্ট ফোয়ারার স্থপতি কে?
-সিরাজুল ইসলাম।
১৩.মনুমেন্ট বিদ্যমান ৭টি পাপড়ি দ্বারা কি বোঝানো হয়েছে?
-৭ জন বীরশ্রেষ্ঠ এর স্মৃতি।
১৪.তিন নেতার মাজার কোথায় অবস্থিত?
-দোয়েল চত্বর সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে।
১৫.তিন নেতার সমাধির স্থপতি কে?
-মাসুদ আহমেদ।
১৬.হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
-ঢাকার কুর্মিটোলা।
১৭.হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি কে?
-লারোস।
১৮.কোনটি বাংলাদেশের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন?
-জাতীয় সংসদ ভবন।
১৯.জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
-লুই আই কান।
২০.জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত?
-ঢাকার শেরে বাংলানগর।
২১.বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী?
-শাপলা ফুল।
২২.মিশুক ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
-ঢাকার শাহবাগে।
২৩.মিশুকের স্থপতি কে?
-হামিদুজ্জামান খান।
২৪.কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে?
-বব বুই।
২৫.বাংলাদেশের বৃহত্তম রেলস্টেশন কোনটি?
-কমলাপুর রেলওয়ে স্টেশন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    200 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]