Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4497
১.কোন স্থাপত্য শিল্পকর্ম ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিকে ধারণ করে আছে?
-শহীদ মিনার।
২.কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত?
-ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন।
৩.কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
-হামিদুর রহমান।
৪.কেন্দ্রীয় শিহিদ মিনারের ফলক কবে উন্মোচন করা হয়?
-২৩ ফেব্রুয়ারি ১৯৫২।
৫.কে কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উন্মোচন করেন?
-ভাষা মহীদ শফিউরের পিতা।
৬.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যটির নাম কী?
-অমর একুশে।
৭.অমর একুশের ভাস্কর কে?
-জাহানারা পারভীন।
৮.কোন স্তাপত্যটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত?
-সাভার জাতীয় স্মৃতিসৌধ।
৯.সাভারের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
-সৈয়দ মাইনুল হোসেন।
১০.জাতীয় স্মৃতিসৌধের ফলকের সংখ্যা কতটি?
-৭টি।
১১.জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
-১৫০ ফুট।
১২.জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্থর কখন স্থাপিত হয়?
-১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
১৩.জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্থর কে স্থাপন করেন?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৪.জাতীয় স্মৃতিসৌধ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কে?
-হুসেইন মুহম্মদ এরশাদ।
১৫.জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
-ঢাকার সাভারে।
১৬.জাতীয় স্মৃতিসৌধ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
-১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে।
১৭.জাতীয় স্মৃতিসৌধ কত একর জমির ওপর গড়ে উঠেছে?
-১০৯ একর।
১৮.ঢাকা কখন প্রথম পৌরসভা মর্যাদা লাভ করে?
-১৮৬৪ সালে।
১৯.ঢাকা পৌরসভাকে কবে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন এ উন্নীত করা হয়?
-১৯৭৮ সালে।
২০. ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনে করা হয় কবে?
-১৯৯০ সালে।
২১.বাংলাদেশে বিভাগের সংখ্যা কত?
-৮টি।
২২.বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে?
-১২টি।
২৩.গণপূর্ত অধিদপ্তর কোণ মন্ত্রণালয়ের অধীন?
-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
২৪.বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
২৫.লোকশিল্প জাদুঘরের নাম কী?
-জয়নুল লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]