Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4360
১। কোন দেশকে বলা হয় ‘ল্যান্ড অব দ্য ফ্রি’
→যুক্তরাষ্ট্রকে
২। আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ওষুধের বাজার আয় হবে কত?
→ ৬ বিলিয়ন ডলারের বেশি।
৩। যুক্তরাষ্ট্রের সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের পরবর্তী 'চিফ অব স্টাফ' বাছাই করেছেন কাকে?
→ রন ক্লেইনকে
৪। সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলী মৃত্যু বরণ করে কবে?
→১৬ নভেম্বর ২০২০
→ ৬ বার এমপি নির্বাচিত হন।
( ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৩)
→২০০৯ সালের তিনি নবম সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
→১৯৩৭ সালের ২৭ জানুয়ারি তিনি শরীয়তপুরে জন্মগ্রহণ করেন।
৫। ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হয়েছে কি?
→‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’।
৬। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের সময় ‘ধর্ষিতা’ শব্দটি বদলে ‘ধর্ষণের শিকার’ শব্দ ব্যবহারের সুপারিশ করা হয় কবে?
→১৬ নভেম্বর ২০২০
৭। সম্প্রতি বাজারে আসতে যাচ্ছে কটন কাগজের কয় টাকার নতুন ব্যাংক নোট?
→১০ টাকা
৮। সম্প্রতি সরকারের স্বয়ংক্রিয় ট্রেজারি চালান পদ্ধতি চালু রাখতে কোন ব্যাংক সংযুক্ত হলো?
→রূপালী ব্যাংক
৯। মানুষের মধ্যে নিপাহ ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়েছিল কত সালে?
→ ১৯৯৮ সালে- মালয়েশিয়ায়।
১০। দেশে নিপাহভাইরাসের প্রথম সংক্রমণ ঘটেছিল কত সালে?
→২০০১ সালে।
১১। গুজরাটের নতুন রাজধানীর নাম কি?
→ গান্ধীনগর
১২। বিশ্বের অন্যতম সবুজনগরী বলা হয় কোন নগরীকে?
→গান্ধীনগরকে
→৫৭ বর্গকিলোমিটার আয়তনে ৩০টি সেক্টরে নিয়ে গান্ধীনগর
→নগরীতে রয়েছে ৬৫ লাখ সবুজ বৃক্ষ।
১৩। ডান্ডি কুটির কত সালে নির্মান করা হয়?
→১৯৩০ সালে
১৪। ইলেকটোরাল কলেজ পদ্ধতি কি?
→মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি।
→ইলেকটোরাল কলেজ নামে পরিচিত এক দল কর্মকর্তার পরোক্ষ ভোটে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট।
→ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮
→৫৩৮/২=২৬৯ +১ = ২৭০ অর্ধেকের চেয়ে ১ বেশি পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
১৫। সম্প্রতি কোথায় নৌ ঘাঁটি নির্মাণ করছে রাশিয়া?
→সুদানে
১৬। সম্প্রতি কোথায় শত বছরের পুরোনো কফিনে সোনার মূর্তি পাওয়া গেছে?
→মিসরে
→মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান সোনার কফিন পাওয়া যায়।
→গ্র্যান্ড মিসরীয় জাদুঘরে এটি প্রদর্শন করা হবে।
১৭। সম্প্রতি কোন দেশ পাকিস্তান ও চীনের তিনটি জেএফ-১৭ জঙ্গিবিমান ক্রয় করে?
→নাইজেরিয়া
১৮। সম্প্রতি কোন দেশ মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করলো?
→ভারত
১৯। নারী জাগরণ এবং পল্লি উন্নয়নে অবদান রাখায় ‘বেগম রোকেয়া পদক-২০২০’ পাচ্ছেন কে?
→চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার
→আগামী ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এই পদক গ্রহণ করবেন তিনি।
২০। সারা বিশ্ব থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম?
→১৭তম
→গত বছর এটা ছিলো ২০তম
২১। নতুন নিরাপত্তা সুতা সংযুক্ত ১০ টাকার নোট বাজারে ছাড়া হয় কবে?
→১৭ নভেম্বর ২০২০
২২। সম্প্রতি পৃথিবীর আকৃতির সমান গ্রহের খুঁজে পায় তার নাম কি?
→পাগল গ্রহ ('রাফ প্লানেট')
২৩। 'Faces Series' তৈলচিত্রটি কে অঙ্কন করে?
→জয়নুল আবেদিন (১৯৬৮)
২৪। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের একটি ছবি স্থান পেয়েছে কোন দেশের হেড অফিসের আলোকচিত্র হিসেবে?
→কানাডা
২৫। ৩৭০ ধারা বিলোপের পর প্রথম নির্বাচন হবে কোথায়?
→কাশ্মিরে
২৬। স্পেসএক্সের কোন মহাকাশযান প্রথমবারের মতো পৃথিবী থেকে নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদে পৌঁছে দিয়ে ইতিহাস সৃষ্টি করল
→ ‘ড্রাগন’
→চার নভোচারীকে নিয়ে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ পৌঁছায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।
২৭। সম্প্রতি টুইটারের নিরাপত্তা প্রধান হতে যাচ্ছে কে?
→ হ্যাকার 'মাজ'
২৮। আম্পানে ক্ষতিগ্রস্ত পল্লিসড়ক সংস্কারে সরকার কত টাকার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে?
→৬ হাজার ৯৬০ কোটি টাকা
২৯। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোন দেশের নকশা অনুযায়ী নির্মিত হচ্ছে?
→রাশিয়ার
৩০। সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (CRI) এর তত্ত্বাবধানে জয় 'বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'-২০২০ পেয়েছে কে?
→ সেন্ট্রাল বয়েজ অব রাউজান
→শীর্ষ ৩০ টি সংগঠনের ৪র্থ স্থানে থাকা চট্টগ্রামের রাউজান উপজেলা এই পুরুষ্কারে ভূষিত হন।
৩১। কুড়িল বিল কোথায় অবস্থিত?
→নাটোর
৩২। ভিয়েতনামের বর্তমান প্রধানমন্ত্রী কে?
→এনগুইন জুয়ান ফুক
৩৩। নেপালের রাষ্ট্রপতির বাসভবনকে কি বলে?
→‘শীতল নিবাস'
৩৪।আকাশপথে বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ ৬ গুণ বাড়িয়ে সংসদে ২০২০ বিল পাস হয় কবে?
→১৭ নভেম্বর ২০২০
৩৫। সম্প্রতি হেডফোন ছাড়াই গান শোনা যাবে এমনই এক নতুন ‘সাউন্ড বিমিং’ অডিও প্রযুক্তি আবিষ্কার করেন কে?
→ইসরায়েলি সংস্থা নভোটো সিস্টেম
→সাউন্ড বিমিং এর মাধ্যমে শ্রোতার কানের চারপাশে ৩৬০ ডিগ্রিতে তৈরি শব্দগুলো স্টেরিও বা থ্রি-ডি মোডে শোনা যাবে।

সংগৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]