Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4360
১। কোন দেশকে বলা হয় ‘ল্যান্ড অব দ্য ফ্রি’
→যুক্তরাষ্ট্রকে
২। আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ওষুধের বাজার আয় হবে কত?
→ ৬ বিলিয়ন ডলারের বেশি।
৩। যুক্তরাষ্ট্রের সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের পরবর্তী 'চিফ অব স্টাফ' বাছাই করেছেন কাকে?
→ রন ক্লেইনকে
৪। সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলী মৃত্যু বরণ করে কবে?
→১৬ নভেম্বর ২০২০
→ ৬ বার এমপি নির্বাচিত হন।
( ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৩)
→২০০৯ সালের তিনি নবম সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
→১৯৩৭ সালের ২৭ জানুয়ারি তিনি শরীয়তপুরে জন্মগ্রহণ করেন।
৫। ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হয়েছে কি?
→‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’।
৬। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের সময় ‘ধর্ষিতা’ শব্দটি বদলে ‘ধর্ষণের শিকার’ শব্দ ব্যবহারের সুপারিশ করা হয় কবে?
→১৬ নভেম্বর ২০২০
৭। সম্প্রতি বাজারে আসতে যাচ্ছে কটন কাগজের কয় টাকার নতুন ব্যাংক নোট?
→১০ টাকা
৮। সম্প্রতি সরকারের স্বয়ংক্রিয় ট্রেজারি চালান পদ্ধতি চালু রাখতে কোন ব্যাংক সংযুক্ত হলো?
→রূপালী ব্যাংক
৯। মানুষের মধ্যে নিপাহ ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়েছিল কত সালে?
→ ১৯৯৮ সালে- মালয়েশিয়ায়।
১০। দেশে নিপাহভাইরাসের প্রথম সংক্রমণ ঘটেছিল কত সালে?
→২০০১ সালে।
১১। গুজরাটের নতুন রাজধানীর নাম কি?
→ গান্ধীনগর
১২। বিশ্বের অন্যতম সবুজনগরী বলা হয় কোন নগরীকে?
→গান্ধীনগরকে
→৫৭ বর্গকিলোমিটার আয়তনে ৩০টি সেক্টরে নিয়ে গান্ধীনগর
→নগরীতে রয়েছে ৬৫ লাখ সবুজ বৃক্ষ।
১৩। ডান্ডি কুটির কত সালে নির্মান করা হয়?
→১৯৩০ সালে
১৪। ইলেকটোরাল কলেজ পদ্ধতি কি?
→মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি।
→ইলেকটোরাল কলেজ নামে পরিচিত এক দল কর্মকর্তার পরোক্ষ ভোটে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট।
→ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮
→৫৩৮/২=২৬৯ +১ = ২৭০ অর্ধেকের চেয়ে ১ বেশি পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
১৫। সম্প্রতি কোথায় নৌ ঘাঁটি নির্মাণ করছে রাশিয়া?
→সুদানে
১৬। সম্প্রতি কোথায় শত বছরের পুরোনো কফিনে সোনার মূর্তি পাওয়া গেছে?
→মিসরে
→মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান সোনার কফিন পাওয়া যায়।
→গ্র্যান্ড মিসরীয় জাদুঘরে এটি প্রদর্শন করা হবে।
১৭। সম্প্রতি কোন দেশ পাকিস্তান ও চীনের তিনটি জেএফ-১৭ জঙ্গিবিমান ক্রয় করে?
→নাইজেরিয়া
১৮। সম্প্রতি কোন দেশ মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করলো?
→ভারত
১৯। নারী জাগরণ এবং পল্লি উন্নয়নে অবদান রাখায় ‘বেগম রোকেয়া পদক-২০২০’ পাচ্ছেন কে?
→চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার
→আগামী ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এই পদক গ্রহণ করবেন তিনি।
২০। সারা বিশ্ব থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম?
→১৭তম
→গত বছর এটা ছিলো ২০তম
২১। নতুন নিরাপত্তা সুতা সংযুক্ত ১০ টাকার নোট বাজারে ছাড়া হয় কবে?
→১৭ নভেম্বর ২০২০
২২। সম্প্রতি পৃথিবীর আকৃতির সমান গ্রহের খুঁজে পায় তার নাম কি?
→পাগল গ্রহ ('রাফ প্লানেট')
২৩। 'Faces Series' তৈলচিত্রটি কে অঙ্কন করে?
→জয়নুল আবেদিন (১৯৬৮)
২৪। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের একটি ছবি স্থান পেয়েছে কোন দেশের হেড অফিসের আলোকচিত্র হিসেবে?
→কানাডা
২৫। ৩৭০ ধারা বিলোপের পর প্রথম নির্বাচন হবে কোথায়?
→কাশ্মিরে
২৬। স্পেসএক্সের কোন মহাকাশযান প্রথমবারের মতো পৃথিবী থেকে নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদে পৌঁছে দিয়ে ইতিহাস সৃষ্টি করল
→ ‘ড্রাগন’
→চার নভোচারীকে নিয়ে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ পৌঁছায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।
২৭। সম্প্রতি টুইটারের নিরাপত্তা প্রধান হতে যাচ্ছে কে?
→ হ্যাকার 'মাজ'
২৮। আম্পানে ক্ষতিগ্রস্ত পল্লিসড়ক সংস্কারে সরকার কত টাকার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে?
→৬ হাজার ৯৬০ কোটি টাকা
২৯। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোন দেশের নকশা অনুযায়ী নির্মিত হচ্ছে?
→রাশিয়ার
৩০। সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (CRI) এর তত্ত্বাবধানে জয় 'বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'-২০২০ পেয়েছে কে?
→ সেন্ট্রাল বয়েজ অব রাউজান
→শীর্ষ ৩০ টি সংগঠনের ৪র্থ স্থানে থাকা চট্টগ্রামের রাউজান উপজেলা এই পুরুষ্কারে ভূষিত হন।
৩১। কুড়িল বিল কোথায় অবস্থিত?
→নাটোর
৩২। ভিয়েতনামের বর্তমান প্রধানমন্ত্রী কে?
→এনগুইন জুয়ান ফুক
৩৩। নেপালের রাষ্ট্রপতির বাসভবনকে কি বলে?
→‘শীতল নিবাস'
৩৪।আকাশপথে বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ ৬ গুণ বাড়িয়ে সংসদে ২০২০ বিল পাস হয় কবে?
→১৭ নভেম্বর ২০২০
৩৫। সম্প্রতি হেডফোন ছাড়াই গান শোনা যাবে এমনই এক নতুন ‘সাউন্ড বিমিং’ অডিও প্রযুক্তি আবিষ্কার করেন কে?
→ইসরায়েলি সংস্থা নভোটো সিস্টেম
→সাউন্ড বিমিং এর মাধ্যমে শ্রোতার কানের চারপাশে ৩৬০ ডিগ্রিতে তৈরি শব্দগুলো স্টেরিও বা থ্রি-ডি মোডে শোনা যাবে।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1004 Views
    by rana
    0 Replies 
    767 Views
    by pcsarker9733
    0 Replies 
    646 Views
    by pmiah20
    0 Replies 
    731 Views
    by abdullahabunayem4
    0 Replies 
    593 Views
    by abdullahalnoman022
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]