Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4134
১.দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১॰ হলে সময়ের পার্থক্য কত?
=৪ মিনিট।
২.গ্রিনিচের দ্রাঘিমা কত?
=০॰।
৩.কোন রেখাটি অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয়?
=আন্তর্জাতিক তারিখ রেখা।
৪.ধ্রুবতারা ঠিক মাথার ওপর অবস্থান করে কোথায়?
=সুমেরু বিন্দুতে।
৫.মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে কি বলে?
=কুমেরু।
৬.মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে কি বলে?
=সুমেরু।
৭.দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?
=৯০॰।
৮.নিরক্ষরেখার দক্ষিণ দিকের অংশকে কি বলে?
=দক্ষিণ গোলার্ধ।
৯.কোন স্থানের সূর্য যখন মাথার ওপর থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয়?
=দুপুর ১২ টা।
১০.কোনো স্থানের সূর্যের অবস্থান থেকে যে সময় নির্নয় করা হয় তাকে কি বলা হয়?
=স্থানীয় সময়।
১১.সমগ্র পৃথিবীর প্রমাণ সময় কোন শহরের দ্রাুঘমার ভিত্তিতে ঠিক করা হয়?
=গ্রিনিচ।
১২.গ্রিনিচ শহর কোথায়?
=যুক্তরাজ্যে।
১৩.গ্রিনিচের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা?
=৬ ঘন্টা।
১৪.পৃথিবীর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি?
=৩৬০ ডিগ্রি।
১৫.কোন অক্ষাংশকে মকরক্রান্তি বলা হয়?
=২৩ ১/২ ডিগ্রি দক্ষিণে।
১৬.কোন অক্ষাংশকে কর্কটক্রান্তি বলা হয়?
=২৩ ১/২ ডিগ্রি উত্তর।
১৭.সুমেরু বৃত্তের অক্ষাংশ কত?
=৬৬ ১/২ ডিগ্রি উত্তর।
১৮.কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্নয় করা হয়?
=সেক্সট্যান্ট যন্ত্র।
১৯.মূল মধ্যরেখার মান কত?
=০ ডিগ্রী।
২০.প্রতিবাদ স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
=১২ ঘন্টা।
২১.১৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার রেখাটি কি নামে পরিচিত?
=আন্তর্জাতিক তারিখ রেখা।
২২.১৮০ ডিগ্রী দ্রাঘিমান্তরের জন্য সময়ের পার্থক্য কত?
=১২ ঘন্টা।
২৩.উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?
=৯০ ডিগ্রী।
২৪.ধ্রুবতারা দেখা যায় কোথায়?
=উত্তর গোলার্ধে।
২৫.কোথায় দিনরাত্রি সর্বত্র সমান?
=নিরক্ষরেখায়।

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]