Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#526
১.মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
→ উঃ ৬টি (পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি ও শান্তি)।
২.নোবেল পুরস্কার ঘোষনাকারী প্রতিষ্ঠান কতটি?
→উঃ ৪টি।
৩.চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
→ উঃ সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
৪.সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
→ উঃ সুইডিস একাডেমী।
৫.পদার্থ, রসায়ন ও অর্থনীতির নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
→ উঃ রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সস।
৬.শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
→ উঃ নোবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট।
৭.একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে?
→ উঃ ৩ জন।
৮.নোবেল কোন পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়?
→ উঃ শান্তিতে।
৯.নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না।
→উঃ কোন মৃত ব্যক্তিকে।
১০.মরণোত্তর নোবেল বিজয়ী তিনজন কে কে?
→ উঃ এরিখ কালফেল্ট (১৯৩১), দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) এবং রালফ স্টেইনম্যান (নোবেল কমিটি জানত না) (২০১১)।
১১.অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে চালু করা হয়?
→উঃ ১৯৬৯ সালে।
১২.ঐতিহ্যগতভাবে কোন নোবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষনা করা হয়?
→ উঃ সাহিত্যে।
১৩.শান্তিতে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে?
→ উঃ ভিয়েতনামের ‘ওলি ডাক থো’, তিনি প্রত্যাখান করেন।
১৪.অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় কে?
→ উঃ ভারতের ‘অমর্ত্য সেন’ (১৯৯৮ সাল)।
১৫.চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল বিজয়ী কে?
→ উঃ ভারতের ‘হরগোবিন্দ খোরানা’ (১৯২৯ সাল)।
১৬.প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে?
→ উঃ মিশরের ‘আনোয়ার সাদাত’ (১৯৭৮ সাল)।
১৭.প্রথম দুবার নোবেল পুরস্কার বিজয়ী কে?
→ উঃ বিজ্ঞানী মাদাম কুরি (১৯০৩ ও ১৯১১ সাল)।
১৮. কার নাম অনুসারে এবং কত সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে?
-পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ন ও সম্মানজনক পুরস্কার হলো নোবেল পুরস্কার।
সুইডেনের প্রখ্যাত বিজ্ঞানী ও ডিনামাইট
আবিস্কারক আলফ্রেড বার্নার্ড নোবেলের
স্মৃতি ও তাঁর উইল অনুযায়ী তাঁরই অর্থে
১৯০১ সাল থেকে এ পুরস্কার চালু হয়।

নোবেল পুরস্কার সম্পর্কে আরও জানুন-

* নোবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড নোবেল

* নোবেল পুরস্কার দেয়া হয়- ১৯০১ সাল (১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে)

* প্রথমে নোবেল পুরস্কার দেয়া হত- ৫ টি ক্ষেত্রে(পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য)

প্রথম নোবেল পুরস্কার বিজয়ীরা-

-(১) পদার্থবিজ্ঞানঃ উইলহেন কনরাড রন্টজেন(জার্মানি)

-(২) রসায়নঃ জোকেবাসভ্যান্ট হফ (নেদারল্যান্ড)

-(৩) চিকিৎসাঃ এ মিলফন বিহরিং (জার্মানি)

-(৪) শান্তিতে ২ জনঃ (ক) হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) (খ) ফ্রেডারিক পাসি (ফ্রান্স)

-(৫) সাহিত্যঃ সুলি প্রধোম (ফ্রান্স)

* বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় – ৬ টি ক্ষেত্রে (পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য ও অর্থনীতিতে।

* অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয়- ১৯৬৯ সালে

* ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম নোবেল পান ২ জনঃ (ক) র‍্যাগনার ফ্রেস(জার্মানি) ও (খ) জন টিম্বারজেন (নেদারল্যান্ডস)

* প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়- ১০ ডিসেম্বর

* নোবেল পুরস্কারের অর্থমূল্য- ১ কোটি সুইডিশ ক্রোনার

* ৫৭৩ বার নোবেল পুরস্কার ঘোষণা করা হয় (১৯০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত)

* ১৯০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৯০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পায়। এর মধ্যে ব্যক্তি ৮৭৪ জন ও প্রতিষ্ঠান ২৬টি।

* এই পর্যন্ত মোট ৪৯ জন নারী নোবেল পুরুস্কার পান। (১৯০১ থেকে ২০১৫ পর্যন্ত)

* মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পান-ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২ সালে)

* দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পান-বার্ট্রেন্ড রাসেল(ব্রিটেন) (১৯৫০সালে)

* নোবেল বিজয়ী বাঙালি কতজন-৩জন

* সবচেয়ে কম বয়সে নোবেল পান- মালালা ইউসূফজাই (পাকিস্তান) ১৭ বছর বয়সে।

* সবচেয়ে বেশি বয়সে নোবেল পান-লিওনিদ হারউইচ (যুক্তরাষ্ট্রের) ৯০ বছর বয়সে।

* এই পর্যন্ত মরণোত্তর নোবেল পান-২ জন

নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা- ৪ টি। যথা :

(ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে)-শান্তি

(খ) সুইডিশ একাডেমি (সুইডেন)-সাহিত্য

(গ) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন)-পদার্থ, রসায়ন ও অর্থনীতি

(ঘ) ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন)-চিকিৎসা শাস্ত্র

* শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়-নরওয়েতে

-নোবেল পুরস্কার দেয়া হয়নি যেসব সালে- ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সাল (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে)

-শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল পাওয়া সংস্থা- রেড ক্রস (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)

কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তির নোবেল পুরস্কার প্রাপ্তি : * সাহিত্যেঃ

# রবীন্দ্রনাথ ঠাকুরঃ নোবেল পান- গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। প্রথম বাঙালি নোবেল বিজয়ী। এশিয়া ও উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী। নোবেল পান-১৯১৩ সালে;দেশ-ভারত।

# বার্ট্রান্ড রাসেলঃ দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পান; নোবেল পান-১৯৫০ সালে; দেশ- ব্রিটেন।

# উইন্সটন চার্চিলঃ রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পান; নোবেল পান-১৯৫৩ সালে। দেশ- ব্রিটেন।

* শান্তিঃ # হেনরী ডুনান্ট-রেড ক্রসের স্বপ্নদ্রষ্টা। নোবেল পান-১৯০১ সালে। দেশ-সুইজারল্যান্ড

# আনোয়ার সাদাত-প্রথম মুসলিম নোবেল বিজয়ী। নোবেল পান-১৯৭৮ সালে। দেশ- মিসর

# মাদার তেরেসাঃ নোবেল পান-১৯৭৯ সালে। দেশ-ভারত।

# দালাই লামাঃ তিব্বতের ধর্মীয় নেতা। নোবেল পান-১৯৮৯ সালে। দেশ- তিব্বত

# অংসান সুচিঃ নোবেল পান-১৯৯১ সালে। দেশ-মায়ানমার।

# ইয়াসির আরাফাতঃ নোবেল পান- ১৯৯৪ সালে। দেশ-ফিলিস্তিন।

# আইজ্যাক রবিনঃ ইসরায়েল। নোবেল পান- ১৯৯৪ সালে।

# শিমন পেরেজঃ ইসরায়েল। নোবেল পান- ১৯৯৪ সালে।

# কফি আনানঃ নোবেল পান- ২০০১ সালে। দেশ-ঘানা।

# শিরিন এবাদিঃ নোবেল পান-২০০৩ সালে। দেশ- ইরান।

# ড. মুহম্মদ ইউনুসঃ প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী। নোবেল পান-২০০৬ সালে। দেশ-বাংলাদেশ

# এলেন জনসন সির্লফঃ লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদে থাকাকালীন নোবেল পান। নোবেল পান-২০১১ সালে। দেশ-লাইবেরিয়া

# লেইমাহ বোয়িঃ নোবেল পান-২০১১ সালে। দেশ-লাইবেরিয়া।

# তাওয়াক্কুল কারমানঃ প্রথম আরব নারী হিসেবে নোবেল পান। নোবেল পান-২০১১ সালে। দেশ-ইয়েমেন

*অর্থনীতিঃ # অমর্ত্যসেনঃ নোবেল পান-১৯৯৮ সালে। দেশ-ভারত।

# এলিনর অসট্রমসঃ অর্থনীতিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী। নোবেল পান-২০০৯ সালে। দেশ-যুক্তরাষ্ট্র।

* পদার্থবিজ্ঞানঃ

# মাদাম কুরীঃ নোবেল পান-১৯০৩ সালে। দেশ-পোল্যান্ড। (তিনি দুবার নোবেল পান ১৯১১ সালে(রসায়নে))

# আবদুস সালামঃ নোবেল পান-১৯৯৮ সালে। দেশ-পাকিস্তান।

*রসায়নঃ

# মাদাম কুরীঃ নোবেল পান-১৯১১ সালে। দেশ- পোল্যান্ড।

#নোবেল বিজয়ী ব্যক্তি বর্গের মধ্যে সর্ব কনিষ্ঠ হলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই(১৭ বছর বয়সে) ও সবচয়ে বয়োজ্যেষ্ঠ হলেন রাশিয়ার লীও নিড হারউইক (৯০ বছর বয়সে )

​নোবেলের মজার তথ্য

এই পর্যন্ত ৫টি দম্পতি এই সম্মানিত পুরস্কারটি অর্জন করেছেন।

নোবেল বিজয়ী দম্পতির মেরি কুরি এবং পিয়েরে কুরির মেয়ে আইরিন জলীয়ট কুরি (Irène Joliot-Curie) এবং তার স্বামী ফ্রেদেরিক জলীয়ট (Frédéric Joliot)ও পৃথকভাবে এই পুরস্কার পেয়েছেন।

এই পর্যন্ত মোট ২জন ব্যক্তি এই পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান। ১৯৬৪ সালে জঁ পল সাত্রে (Jean-Paul Sartre) সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হলেও তিনি এটি গ্রহণে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে বলা হয়, তিনি সকল ধরণের আনুষ্ঠানিক পুরস্কার গ্রহণ করতে অসম্মত ছিলেন। ভিয়েতনাম শান্তি চুক্তির জন্য ১৯৭৩ সালে হেনরী কিসিঞ্জারের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ছিলেন লে ডুক থো (Le Duc Tho), কিন্তু থো ভিয়েতনামের তত্কালীন অবস্থার কথা উল্লেখ করে এই পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

চার জন নোবেল জয়ীকে তাদের নিজ দেশীয় সরকার নোবেল পুরস্কার গ্রহণে বাধা দেয়। হিটলারের নিষেধাজ্ঞার কারণে জার্মানির তিনজন নোবেল বিজয়ী (Richard Kuhn, Adolf Butenandt, Gerhard Domagk) যথা সময়ে নোবেল পুরস্কার গ্রহণ করতে পারেননি।

১৯৫৮ সালে সাহিত্যে নোবেল বিজয়ী বরিস পেস্তার্নক (Boris Pasternak) পরবর্তীতে সোভিয়েত সরকারের চাপের মুখে ফিরত দিতে বধ্য হন।

নোবেল পুরস্কার ঘোষণার সময় তিনজন নোবেল বিজয়ী কারাবন্দী ছিলেন:

জার্মান সাংবাদিক এবং শান্তিকামী কার্ল ভন অজিচ্কি (Carl von Ossietzky)

বার্মিজ রাজনীতিবিদ অং সাং সুকি (Aung San Suu Kyi)

চীনা মানবাধিকার কর্মী লিউ জিয়াবো ( Liu Xiaobo)

International Committee of the Red Cross (ICRC) এই পর্যন্ত তিনবার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে। এইছাড়াও ICRC এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট (Henry Dunant) ১৯০১ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।

একমাত্র লায়নাস পোলিং (Linus Pauling) এককভাবে দুইবার এই পুরস্কার অর্জন করেন: ১৯৫৪ সালে রসায়নে এবং ১৯৬২ সালে শান্তিতে।

এছাড়াও একাধিকবার নোবেল পুরস্কার জিতেছেন:

J. Bardeen (পদার্থবিজ্ঞানে ১৯৫৬ এবং ১৯৭২)

M. Curie (পদার্থবিজ্ঞানে ১৯০৩ এবং রসায়নে ১৯১১)

F. Sanger(রসায়নে ১৯৫৮ এবং ১৯৮০)

ICRC (শান্তিতে ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)

UNHCR (শান্তিতে ১৯৫৪, ১৯৮১)

মরণোত্তর নোবেল পুরস্কার :

১৯৭৪ সালে নোবেল ফাউন্ডেশন নিয়ম জারি করে মরণোত্তর পদক দেওয়া বন্ধ করে। পুরস্কার ঘোষণার সময় মনোনীত প্রার্থীকে অবশ্যই জীবিত থাকতে হবে। ১৯৭৪ সালের আগে মাত্র দুই জন মরণোত্তর পদক পেয়েছিলেন : দেগ হ্যামারশোল্ড এবং এরিক এক্সেল কার্লফিল্ড।

২০১১ সালে রাল্ফ স্টেইনম্যানকে (Ralph Steinman) চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণার পর জানা যায়, তিনি ঘোষণার তিন দিন আগে মৃত্যুবরণ করেন। যেহেতু নোবেল জুরিবোর্ড এইব্যাপারটি অবগত ছিলেন না, তাই তার পদক বলবৎ থাকে।

নোবেল পুরস্কার থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নঃ

১. For which of the following disciplines Nobel Prize is awarded? (৩৪তম বিসিএস)

1)Literature, peace and Economices 2)Physiology or Medicine 3)Physices and Chemistry 4)All of the above

C/A: 4)All of the above

২. নোবেল পুরস্কারের জনক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-(১৮তম বিসিএস) 1)তেলের খনির মালিক হিসেবে 2)উন্নত ধরনের বিস্ফোরক আবিস্কার করে 3)জাহাজের ব্যবসা করে 4)ইস্পাত কারখানার মালিক হয়ে

C/A: 2)উন্নত ধরনের বিস্ফোরক আবিস্কার করে

৩. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে-(১৮তম বিসিএস) 1)চার্চিল 2)কিসিঞ্জার 3)দ্য গল 4)রুজভেল্ট

C/A: 1)চার্চিল

৪. ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে? (২২তম বিসিএস) 1)প্রেসিডেন্ট কিম দায়ে জং 2)হোমস জে হেকম্যান 3)গাও সিংজিয়ান 4)এরিক ক্যান্ডেল

C/A: 1)প্রেসিডেন্ট কিম দায়ে জং

৫. এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরষ্কার পেয়েছেন? (২৫তম বিসিএস) 1)4 2)5 3)6 4)9

C/A: 4)9 (মোট=৯ জন। সর্বশেষ ২ জন মালালা ইউসূফজাই(পাকিস্তান) ও কৈলাশ সত্যার্থী(ভারত)।)

৬. সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন? (২০তম বিসিএস) 1) অরুন্ধতি রায় 2) সালমান রুশদী 3) ভি এস নাইপল 4) হোসে সারামাগো

C/A: 4) হোসে সারামাগো

৭. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? (২৭তম বিসিএস) 1)১৯৭৭ 2)১৯৭৮ 3)১৯৭৯ 4)১৯৮১

C/A: 1)১৯৭৭

৮. কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান?(সহঃ পরিচালক, জনপ্রশাসন মন্ত্র.-২০১৬) 1)উন্নয়ন অর্থনীতি 2)কল্যাণ অর্থনীতি 3)আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব 4)মজুরী তত্ত্ব

C/A: 2)কল্যাণ অর্থনীতি

৯. ডিমাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী? (বাংলাদেশ রেলওয়ে-২০০২) 1)নরওয়ে 2)সুইডেন 3)ডেনমার্ক 4)নেদারল্যান্ড

C/A: 2)সুইডেন

১০. ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? (বাংলাদেশ রেলওয়ে-২০০৭) 1)ড. ইউনূস 2)অরুন্ধতি রায় 3)হোসে সাবামাগো 4)ওরহান পামুক

C/A: 4)ওরহান পামুক

১১. কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? (Primary Head Master-2012) 1)শিরিন এবাদি 2)বেনজীর ভুট্টো 3)মনিকা আলী 4)বেগম রোকেয়া

C/A: 1)শিরিন এবাদি

১২. ২ বার নোবেল পুরষ্কার কে পেয়েছিলেন? (পল্লী বিদ্যুতায়ন বোর্ড-২০১৫) 1)উইলিয়াম রঞ্জেন 2)পিয়ারে কুরি 3)মেরী কুরি 4)আব্দুস সালাম

C/A: 3)মেরী কুরি

১৩. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন?(সাব-রেজিস্ট্রার-২০১২) 1)উন্নয়নের গতিধারা 2)দুর্ভিক্ষ ও দারিদ্র 3)মাইক্রো ক্রেডিট 4)জনসংখ্যা তত্ত্ব

C/A: 2)দুর্ভিক্ষ ও দারিদ্র

১৪. শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? (সাব-রেজিস্ট্রার-২০১২) 1)অং সান সূচি 2)ইন্দিরা গান্ধী 3)মাদার তেরেসা 4)শিরিন এবাদি

C/A: 3)মাদার তেরেসা

১৫. ২০১৫ সাহিত্যে নোবেল প্রাপ্ত অ্যালেক্সিস কোন দেশের নাগরিক? (প্রধানমন্ত্রীর কার্যালয় NSI (AD)-২০১৫) 1)রাশিয়া 2)বেলারুশ 3)আজারবাইজান 4)ক্যামেরুন

C/A: 2)বেলারুশ

১৬. ২০১৫ সালের শান্তিতে নোবেল পেয়েছেন কোন ব্যক্তি বা সংগঠন? (প্রধানমন্ত্রীর কার্যালয় NSI (AD)-২০১৫) 1)তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট 2)এঞ্জেলা মার্কস 3)পিলও 4)লিবিয়ান ন্যাশনাল কোয়ালিশন

C/A: 1)তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]