Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3974
৮৮.বৃহত্তম দ্বীপ দেশ: ইন্দোনেশিয়া, যার আয়তন ৭,৩৫,৩৫৮ বর্গমাইল বা ১৯,০৪,৫৬৯ বর্গকিলোমিটার।
৮৯.বৃহত আগ্নেয় দ্বীপ: সুমাত্রা, ইন্দোনেশিয়া, আয়তন ১,৭১,০৬৯ বর্গমাইল বা ৪,৪৩,০৬৬ বর্গকিলোমিটার।
৯০.শীতলতম স্থান: প্লাটু স্টেশন, এন্টার্কটিকা, বার্ষিক গড় তাপমাত্রা ৫৬.৭০ সেলসিয়াস।
৯১.আর্দ্রতম স্থান: মসিনরাম, আসাম, ভারত, বার্ষিক গড় বৃষ্টিপাত ১১,৮৭৩ মিলিমিটার বা ৪৬৭৪ ইঞ্চি।
৯২.শুষ্কতম স্থান: আতাকামা মরুভূমি, চিলি (বার্ষিক বৃষ্টিপাত অনুযায়ী)।
৯৩.শুষ্কতম স্থান (জনবসতিপূর্ণ): আসওয়ান, মিশর, বার্ষিক বৃষ্টিপাত ০.০২”।
৯৪.আর্দ্রতম জনবসতিপূর্ণ স্থান: বুয়েনা ভেনতিয়া, কলম্বিয়া, বার্ষিক বৃষ্টিপাত ২৬৭ ইঞ্চি বা ৬৭৮১.৮০ মিলিমিটার।
৯৫.মহাদেশ – ৭টি (এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, এন্টার্কটিকা)।
৯৬.বৃহত্তম মহাদেশ – এশিয়া (আফ্রিকার ১.৫ গুণ, ইউরোপের ৪.৫ গুণ, অস্ট্রেলিয়ার ৬ গুণ) আয়তন প্রায় ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার বর্গ কি.মি)
৯৭.আফ্রিকার সিং-ইথিপিয়া।
৯৮.মালভূমির মহাদেশ – আফ্রিকা।
৯৯.বরফের মহাদেশ – এন্টার্কটিকা।
১০০.এশিয়া ইউরোপকে একত্রে বলা হয় – ইউরেশিয়া
১০১.জনবসতিহীন মহাদেশ – এন্টার্কটিকা (উচ্চ তম মহাদেশ)
১০২.জ্যামিতিক সীমারেখার বিভক্ত-উত্তর আফ্রিকার দেশসমূহ।
১০৩.ডাউন আন্ডার – অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড।
১০৪.দুই মহাদেশে অবস্থিত দেশ – রাশিয়া তুরস্ক, মিশর।
১০৫.পৃথিবীর উন্মোক্ত চিরিয়াখানা – আফ্রিকা মহাদেশ। কোন জলভাগ দ্বারা বিচ্ছিন্ন নয় – এশিয়া ও ইউরোপ মহাদেশ ও ক্ষুদ্রতম মহাদেশ-ওশেনিয়া।
১০৬.দুই মহাদেশে অবস্থিত শহর ইস্তাম্বুল।
১০৭.মূল মধ্যরেখা-গিনিচের মান মন্দিরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। বিষুব রেখা/নিরক্ষ রেখার মান-০।
১০৮.কর্কটক্রান্তি রেখান মান – ২৩.৫ উত্তর অক্ষাংশ।
১০৯.মকরক্রান্তি রেখার মান – ২৩.৬৬ দক্ষিণ অক্ষাংশ।
১১০.সবচেয়ে সরু দেশ কোনটি? – চিলি। (দৈর্ঘ্য ৬১৫৫)।
১১১.পৃথিবীর সর্ব দক্ষিণের শহর কোনটি? – পুন্টা আরেনাস, চিলি।
১১২.সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি? – ইন্দোনেশিয়া (১৩,৫০০)
১১৩.ইন্দোনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে? -প্রায় ৬০০০ টি।
১১৪.সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি? – সুইজারল্যান্ড।
১১৫.কোন দেশ আন্তর্জাতিকভাবে কোন যুদ্ধে অংশগ্রহণ করেনি? – সুইজারল্যান্ড।
১১৬.সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? - ১০ সেপ্টেম্বর, ২০০২।
১১৭.বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? – চীন (পৃথিবীর মোট সংখ্যার ২৩%)
১১৮.বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি? – নাউরু (আয়তন -২১ বর্গ কিমি)
১১৯.বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? – ভ্যাটিকান সিটি (১০৮, একর)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]