Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3970
#হক সাহেব (বাংলার বাঘ) নামে পরিচিত
শেরে বাংলা একে ফজলুল হক
তিনি কলকাতার মেয়র ও পূর্ব বাংলার প্রধানমন্ত্রী ছিলেন।
#ইথিওপিয়ার রাজধানী -আদ্দিস আবাবায়
#হলুদ শার্ট পড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে কোন দেশে?
।থাইল্যান্ডে।
#কামাখ্যা মন্দির কোথায়?
আসাম রাজ্যের গুয়াহাটিতে
#পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি তে ৫০তম দেশ হিসেবে হুন্ডুরাস অনুমোদন করেছে।
#চুক্তিটি ২২ জানুয়ারি ২০২১ থেকে কার্যকর হবে। ২০১৭ সালের জুলাইয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় এ চুক্তি। ১২২ দেশ এ চুক্তিকে সমর্থন করেছে এখন পর্যন্ত সই করেছে ৮৪ টি দেশ যদিও সব কয়টি দেশ অনুমোদন করেনি।
#ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের হল অব ফেম সম্মান লাভ করলেন মাহবুবুর রহমান
#অর্থনীতিতে নোবেল ২০২০ জয়ী রবার্ট বব উইলসন ও পল আর মিলগ্রম
#কৃষি উৎপাদনে বিশ্বে সেরা চীন
২০২০-২১ অর্থ বছরে বিশ্বের মোট বাদাম উৎপাদনের ৩৭ শতাংশ ও মোট চালের ২৯ শতাংশ ই চীনে হবে
#এছাড়া বিশ্বের মোট উৎপাদনের ২৩% তুলা, ২২% ভুট্টা, ১৮% গম হয় চীনে
#সব মিলিয়ে বাদাম, গম ও চাল উৎপাদনে চীন পয়লা উৎপাদক।
#ভুট্টায় যুক্তরাষ্ট্র ১ম,চীন ২য়
#তুলায় ১ম ভারত, ২য় চীন
#বিশ্বের মোট পিচ ফলের ৬৯%, আপলের ৫৪%,আঙুরের ৪৬% হয় চীনে।
#মোসাম্বি,নাশপাতি ও কমলালেবুর তিন-চতুর্থাংশ হয় চীনে।
#রাই শর্ষে উৎপাদনে ২য় (১৯%) চীন
কানাডা ১ম
#বিশ্বের আখরোট উৎপাদনের ৪৭ শতাংশ হয় চীনে।
#ধনী দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) OECD- বলছে কোভিট -১৯ এর প্রভাবে বিশ্ব অর্থনীতির জিডিপি কমবে ৪.৫ শতাংশ। সবচেয়ে ক্ষতি হবে ৪ টি দেশ -ইতালি,ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্য।
#শুধু মাত্র চীনের প্রবৃদ্ধি হবে ১.৮শতাংশ।
#বিশ্ব জিডিপিতে বাংলাদেশের অংশ দশমিক ৩৪ শতাংশ ।
#বিশ্ব অর্থনীতি এখন ৮৮ ট্টিলিয়ন ডলারের।
#জিডিপির দিক দিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে
তাদের অংশ ২৪.৪২ %
পরিমাণ ২১.৪৩ ট্টিলিয়ন
#চীন ২য় অবস্থানে তাদের অংশ ১৬.৩৪%
পরিমাণ ১৪.৩৪ ট্টিলিয়ন।
#বিশ্ব জিডিপিতে ৭০ কোটি ৫০ লাখ দরিদ্র মানুষের অবদান মাত্র দশমিক ৬ শতাংশ।
#উচ্চ_আয়ের দেশগুলোর অবদান ৫৪.১ ট্টিলিয়ন যা জিডিপির ৬৩.১শতাংশ
#মধ্যম আয়ের দেশগুলোর, ২৪.৪ ট্টিলিয়ন
জিডিপির ২৮.৪ শতাংশ।
#নিম্ন মধ্যম আয়ের ৬.৭ ট্টিলিয়ন
জিডিপির ৭.৮ শতাংশ।

সংগৃহীত:-
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]