Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3949
২৯. আয়তনে বৃহত্তম মুসলিম দেশ: কাজাখস্থান; ২৭,১৭,৩০০ বর্গকিমি।
৩০. জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ: ইন্দোনেশিয়া।
৩১. আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ: ভ্যাটিক্যান; আয়তন ০.৪৪ বর্গকিমি বা ০.১৭ বর্গমাইল এবং লোকসংখ্যা ৭৯৯ জন (মার্চ ২০১৯)।
৩২. মহাসাগর: ৫টি; প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ বা এন্টার্কটিকা মাহসাগর ও উত্তর বা আর্কটিক মহাসাগর।
৩৩. বৃহত্তম মহাসাগর: প্রশান্ত মহাসাগর।
৩৪. গভীরতম মহাসাগর: প্রশান্ত মহাসাগর।
৩৫. মহাসাগরের সর্বোচ্চ গভীর খাত: প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।
৩৬. গভীরতম সাগর: ক্যারিবিয়ান সাগর, যার গভীরতা ২২৭৮৮ ফুট বা ৬৯৪৬ মিটার।
৩৭. বৃহত্তম সাগর: দক্ষিণ চীন সাগর (আয়তন ২৯,৭৪,৬০০ বর্গকিমি)।
৩৮. দীর্ঘতম নদী: নীল নদ, আফ্রিকা, দৈর্ঘ্য ৬৮২৫ কিমি।
৩৯. উচ্চতম দ্বীপ: নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
৪০. বৃহত্তম হ্রদ দ্বীপ: ম্যানিটুলিন, (হিউন হ্রদ, অন্টারিও; আয়তন ১০৬৮ বর্গমাইল বা ২৭৬৬ বর্গকিমি)।
৪১. বৃহত্তম হ্রদ: কাস্পিয়ান, অবস্থান এশিয়া-ইউরোপ; আয়তন ৩,৭১,০০০ বর্গকিমি।
৪২. গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ, রুশ ফেডারেশন; গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার।
৪৩. মহাদেশ: ৭টি; এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা।
৪৪. আয়তনের বৃহত্তম মহাদেশ: এশিয়া; ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গকিমি।
৪৫. লোকসংখ্যায় বৃহত্তম মহাদেশ: এশিয়া; ৪১৬ কোটি ৪২ লাখ [UNFPA ২০১৯]।
৪৬. জনশূণ্য মহাদেশ: এন্টার্কটিকা।
৪৭. বিশ্বে মোট দেশ: ২৩৩টি।
৪৮. মোট রাষ্ট্র ২০৪টি।
৪৯. মোট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র) ২টি পর্যবেক্ষক রাষ্ট্র, এবং ১১টি অন্যান্য রাষ্ট্রসমূহ।
৫০. বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা- ১৯৫ টি (সর্বশেষ: দক্ষিণ সুদান, ৯ জুলাই ২০১১)।
৫১. স্বাধীন ও সার্বভৌম দেশ: ১৯৪ টি (কসভো স্বাধীন কিন্তু সার্বভৌম নয়)।
৫২. জাতিসংঘের সদস্য দেশ: ১৯৩টি (কসভো ও ভ্যাটিকান জাতিসংঘের সদস্য নয়)।
৫৩. গনতান্ত্রিক দেশ: ১২২টি।
৫৪. এলডিসিভুক্ত দেশ: ৪৯।
৫৫. পৃথিবীর ২টি দেশ এশিয়া ও ইউরোপ দুই মাহদেশে অবস্থিত- রাশিয়া ও তুরস্ক।
৫৬. পৃথিবীর কোন শহর বা নগর ২টি মাহদেশে অবস্থিত - ইস্তাম্বুল (তুরস্ক)।
৫৭. বিশ্বে ২টি দেশ জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান সিটি ও কসভো।
৫৮. পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র-ইতালি। কারণ এর মধ্যে ভ্যাটিকান সিটি ও সানম্যারিনো অবস্থিত।
৫৯. পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরাইল (এটি মধ্যপ্রাচ্যর ক্যান্সার নামেও পরিচিত)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]