- Sun Oct 25, 2020 8:49 pm#3931
১. পৃথিবীর বয়স: ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর)।
২. আয়তন: ৫১ কোটি ৬৬ হাজার বর্গকিমি।
৩. স্থলভাগের আয়তন: ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গকিমি (মোট আয়তনের ২৯.১%)।
৪. জলভাগের আয়তন: ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গকিমি (মোট আয়তনের ৭০.৯%)।
৫. সমুদ্র এলাকার আয়তন: ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গকিমি।
৬. উপকূলীয় রেখার আয়তন: ৩ লাখ ৫৬ হাজার বর্গকিমি।
৭. পরিধি:
* নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কিমি।
* মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কিমি।
৮. ব্যাস:
- নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কিমি।
- মেরুরেখা বরাবর ৬,৩৫৫ কিমি।
৯. ব্যাসার্ধ:
- নিরক্ষ রেখা থেকে ৬,৩৭৬ কিমি।
- মেরুরেখা থেকে ৬,৩৫৫ কিমি।
১০. সর্বোচ্চ বিন্দু: মাউন্ট এভারেষ্ট, উচ্চতা ৮৮৫০ মিটার।
১১. সর্বনিম্ন বিন্দু: বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীরে।
সামুদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর।
১২. স্থলসীমা: ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি।
১৩. সর্বাধিক সীমান-বেষ্টিত দেশ: দুটি; চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা বেষ্টিত)।
১৪. পানির প্রকারভেদ: দুই প্রকার (৯৭% লবণাক্ত, ৩% সুপেয়।)
১৫. সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে: ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
১৬. নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে: ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
১৭. আবর্তনের গতিবেগ: ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কিমি/ঘন্টা।
১৮. সূর্য থেকে দূরত্ব: ১৪ কোটি ৯৫ লক্ষ কিমি (প্রায়)।
১৯. একমাত্র উপগ্রহ: চাঁদ।
২০. উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন: ২১জুন।
২১. দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন: ২২ ডিসেম্বর।
২২. সর্বত্র দিনরাত্রি সমান: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
২৩. গঠন: লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল ২.৭%, ক্যালসিয়াম ১.২% ও এলুমিনিয়াম ০.৪%।
২৪. আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ: রাশিয়া; ১,৭০,৭৫,২০০ বর্গকিমি বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গমাইল।
২৫. বিশ্বের বর্তমান জনসংখ্যাঃ ৭.৫৯৪ বিলিয়ন (২০১৮)।
২৬. জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বের বর্তমান জনসংখ্যা আনুমানিক ৭৮২ কোটি।
২৭. জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.১% (২০১৬-১৮)। [২০১৮ বিশ্ব রিপোর্ট অনুযায়ী]
২৮. জনসংখ্যার বৃহত্তম দেশ: চীন, ১৪৩ কোটি ৩৭ লাখ (ইউএনএফপিএ ২০১৯)।
২. আয়তন: ৫১ কোটি ৬৬ হাজার বর্গকিমি।
৩. স্থলভাগের আয়তন: ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গকিমি (মোট আয়তনের ২৯.১%)।
৪. জলভাগের আয়তন: ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গকিমি (মোট আয়তনের ৭০.৯%)।
৫. সমুদ্র এলাকার আয়তন: ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গকিমি।
৬. উপকূলীয় রেখার আয়তন: ৩ লাখ ৫৬ হাজার বর্গকিমি।
৭. পরিধি:
* নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কিমি।
* মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কিমি।
৮. ব্যাস:
- নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কিমি।
- মেরুরেখা বরাবর ৬,৩৫৫ কিমি।
৯. ব্যাসার্ধ:
- নিরক্ষ রেখা থেকে ৬,৩৭৬ কিমি।
- মেরুরেখা থেকে ৬,৩৫৫ কিমি।
১০. সর্বোচ্চ বিন্দু: মাউন্ট এভারেষ্ট, উচ্চতা ৮৮৫০ মিটার।
১১. সর্বনিম্ন বিন্দু: বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীরে।
সামুদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর।
১২. স্থলসীমা: ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি।
১৩. সর্বাধিক সীমান-বেষ্টিত দেশ: দুটি; চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা বেষ্টিত)।
১৪. পানির প্রকারভেদ: দুই প্রকার (৯৭% লবণাক্ত, ৩% সুপেয়।)
১৫. সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে: ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
১৬. নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে: ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
১৭. আবর্তনের গতিবেগ: ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কিমি/ঘন্টা।
১৮. সূর্য থেকে দূরত্ব: ১৪ কোটি ৯৫ লক্ষ কিমি (প্রায়)।
১৯. একমাত্র উপগ্রহ: চাঁদ।
২০. উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন: ২১জুন।
২১. দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন: ২২ ডিসেম্বর।
২২. সর্বত্র দিনরাত্রি সমান: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
২৩. গঠন: লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল ২.৭%, ক্যালসিয়াম ১.২% ও এলুমিনিয়াম ০.৪%।
২৪. আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ: রাশিয়া; ১,৭০,৭৫,২০০ বর্গকিমি বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গমাইল।
২৫. বিশ্বের বর্তমান জনসংখ্যাঃ ৭.৫৯৪ বিলিয়ন (২০১৮)।
২৬. জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বের বর্তমান জনসংখ্যা আনুমানিক ৭৮২ কোটি।
২৭. জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.১% (২০১৬-১৮)। [২০১৮ বিশ্ব রিপোর্ট অনুযায়ী]
২৮. জনসংখ্যার বৃহত্তম দেশ: চীন, ১৪৩ কোটি ৩৭ লাখ (ইউএনএফপিএ ২০১৯)।